Ajker Patrika

রাজশাহীতে ১৪-১৬ নভেম্বর তাবলিগ ইজতেমা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ১৪-১৬ নভেম্বর তাবলিগ ইজতেমা

আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা হবে। প্রতি বছরের মতো এবারও রাজশাহী নগরের হজরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই আয়োজন করা হবে। এ উপলক্ষে আজ বুধবার সকালে কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। আলোচনা সভা শেষে ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে জেলা তাবলিগ ইজতেমার প্যান্ডেল তৈরির কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এর আগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তাবলিগ জামাতের আমির ডা. মুহা. আমীনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান।

রুয়েটের অধ্যাপক ড. সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রুয়েটের শিক্ষক, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ঢাকার কাকরাইল থেকে আসা জামাত এবং বিভিন্ন থানা থেকে আসা এন্তেজামিয়া জামাতসহ মসজিদের ইমাম ও মাদ্রাসার ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত