নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
একদল মানুষ গোল হয়ে বসে চিঠি লিখছেন। কেউ বাবার কাছে, কেউ মায়ের কাছে, প্রিয়জনের কাছে আবার কেউ প্রিয় বন্ধুর কাছে চিঠি পাঠাচ্ছেন। পাশেই আছে পোস্ট অফিস। সেখানে রানার সুমন শেখ একটার পর এক খাম বুঝে নিচ্ছেন। ডাক বিভাগের সেই পুরোনো কালিপ্যাড আর ডেটস্ট্যাম্পে ‘দুম দুম’ শব্দে খামের ওপর সিলমোহর বসিয়ে দিচ্ছেন।
মোবাইল ফোন আর ইন্টারনেটের যুগে ব্যক্তিগত চিঠি পাঠানো যখন প্রায় থেমেই গেছে, তখন আজ রোববার রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি মোড়ের একটি রেস্তোরাঁয় দুদিনের জন্য ডাকটিকিট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, এখানে দুষ্প্রাপ্য ডাকটিকিট যেমন প্রদর্শন করা হচ্ছে, তেমনি তা কেনারও সুযোগ রয়েছে। আর প্রদর্শনীর স্থান থেকেই রয়েছে চিঠি পোস্ট করার সুযোগ। এ জন্য ডাক বিভাগ একটি অস্থায়ী পোস্ট অফিস করেছে। বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটি নামের একটি সংগঠন এ আয়োজন করেছে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘বরেন্দ্রপেক্স-২০২৪ ’। অনুষ্ঠান উপলক্ষে ডাক বিভাগ ‘বরেন্দ্রপেক্স-২০২৪’ নামে দুদিনের জন্য বিশেষ একটি খামও এনেছে। এ ছাড়া ডাক বিভাগের পক্ষ থেকে দুটি সিলমোহর দেওয়া হয়েছে অনুষ্ঠানের নামে।
এই প্রদর্শনীতে সারা দেশের বাছাই করা ২৫ জন ডাকটিকিটের সংগ্রাহক তাদের সংগ্রহ প্রদর্শন করছেন। পাশাপাশি তারা ডাকটিকিট বিক্রিও করছেন। প্রদর্শনীতে পাকিস্তান আমল থেকে বর্তমান সময়ের সব ডাকটিকিটই রয়েছে। বিশ্বের নানা দেশের দুষ্প্রাপ্য সব ডাকটিকিটও প্রদর্শনীতে স্থান পেয়েছে। দেয়ালে দেয়ালে প্রদর্শন করা হচ্ছে অনেক পুরোনো চিঠির খাম। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘুরে ঘুরে এসব দেখছেন। প্রিয়জনের কাছে চিঠি লিখছেন।
ঢাকার উত্তরা থেকে প্রদর্শনীতে অংশ নিয়েছেন ডাকটিকিটের সংগ্রাহক কাজী মাহবুবুর রহমান। স্বাধীনতার আগেও বাংলাদেশকে নিয়ে যে আটটি ডাকটিকিট ছাপানো হয়েছিল, তার সংগ্রহ রয়েছে মাহবুবুর রহমানের কাছে। ওই ডাকটিকিটগুলো ছাপানো হয়েছিল রুপির হিসাবে। ১০ পয়সা, ২০ পয়সা, ৫০ পয়সা, ১ রুপি, ২ রুপি, ৩ রুপি, ৫ রুপি ও ১০ রুপির ডাকটিকিটগুলোর কোনটিতে কোন বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে তা তিনি বর্ণনা করে জানাচ্ছেন।
কাজী মাহবুবুর রহমান আরও ১৫টি ডাকটিকিট দেখিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘এই ডাকটিকিটগুলোও স্বাধীনতার আগে ছাপানো হয়েছিল প্রকাশের জন্য। কিন্তু বঙ্গবন্ধু শুধু আটটি প্রকাশের অনুমতি দিয়েছিলেন। বাকি ১৫টি ‘আনইস্যুড’ হিসেবে থেকে গেছে। ১,২, ৩,৫, ৭,১০, ১৫,২০, ২৫,৪০, ৫০ ও ৭৫ পয়সা এবং ১ রুপির এই ডাকটিকিটগুলো পরে প্রকাশ হয়নি।’
কাজী মাহবুবুর রহমানের পাশেই ডাকটিকিট নিয়ে বসেছেন সাতক্ষীরার আহসান-আল-আমিন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিট বের করে দেখালেন। এটি ২০ পয়সার। ডাকটিকিটের ওপরে উড়ছে ৬টি পায়রা। ডাক বিভাগের অস্থায়ী পোস্ট অফিসে বর্তমান সময়ে প্রচলিত ডাকটিকিটগুলো প্রদর্শন করছে। সেখানে ডাকটিকিট বিক্রিও করা হচ্ছে।
অস্থায়ী পোস্ট অফিসেই একটি ডাকবাক্সও রাখা হয়েছে। বরেন্দ্রপেক্স খামে ৫ টাকার ডাকটিকিট দিয়ে সেখানে চিঠি পোস্ট করছিলেন অনেকে। এ ছাড়া ৮ টাকার ডাকটিকিটে রেজিস্ট্রি করে এবং দ্রুত চিঠি পৌঁছাতে ১০ টাকার ডাকটিকিট দিয়ে জিইপি চিঠি পাঠাচ্ছিলেন অনেকে। রোববার প্রথম এক ঘণ্টায় ৩০টি জিইপি ও ৮টি রেজিস্ট্রি করা চিঠি জমা হয় পোস্ট অফিসে।
বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির সাংগঠনিক সম্পাদক সুমন্ত কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যারা এখন প্রবীণ, তাদের শৈশবের স্মৃতি এই ডাকটিকিট। মোবাইল ফোন আর ইন্টারনেটের যুগে এগুলো এখন স্মৃতি। সেই স্মৃতিময় ইতিহাস নতুন প্রজন্মের সামনে আনতে আমাদের এ আয়োজন।’
এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ড. উদয় শংকর বিশ্বাস বলেন, ‘এখানে আজ সবাই পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠাচ্ছে। যারা চিঠি পাঠাচ্ছে এ অনুভূতিটা শুধু তারাই বুঝতে পারছে। আমরা আশা করছি, আজ যারা চিঠি পাঠাচ্ছেন তাদের একটা অভ্যাস তৈরি হবে।’
একদল মানুষ গোল হয়ে বসে চিঠি লিখছেন। কেউ বাবার কাছে, কেউ মায়ের কাছে, প্রিয়জনের কাছে আবার কেউ প্রিয় বন্ধুর কাছে চিঠি পাঠাচ্ছেন। পাশেই আছে পোস্ট অফিস। সেখানে রানার সুমন শেখ একটার পর এক খাম বুঝে নিচ্ছেন। ডাক বিভাগের সেই পুরোনো কালিপ্যাড আর ডেটস্ট্যাম্পে ‘দুম দুম’ শব্দে খামের ওপর সিলমোহর বসিয়ে দিচ্ছেন।
মোবাইল ফোন আর ইন্টারনেটের যুগে ব্যক্তিগত চিঠি পাঠানো যখন প্রায় থেমেই গেছে, তখন আজ রোববার রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি মোড়ের একটি রেস্তোরাঁয় দুদিনের জন্য ডাকটিকিট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, এখানে দুষ্প্রাপ্য ডাকটিকিট যেমন প্রদর্শন করা হচ্ছে, তেমনি তা কেনারও সুযোগ রয়েছে। আর প্রদর্শনীর স্থান থেকেই রয়েছে চিঠি পোস্ট করার সুযোগ। এ জন্য ডাক বিভাগ একটি অস্থায়ী পোস্ট অফিস করেছে। বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটি নামের একটি সংগঠন এ আয়োজন করেছে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘বরেন্দ্রপেক্স-২০২৪ ’। অনুষ্ঠান উপলক্ষে ডাক বিভাগ ‘বরেন্দ্রপেক্স-২০২৪’ নামে দুদিনের জন্য বিশেষ একটি খামও এনেছে। এ ছাড়া ডাক বিভাগের পক্ষ থেকে দুটি সিলমোহর দেওয়া হয়েছে অনুষ্ঠানের নামে।
এই প্রদর্শনীতে সারা দেশের বাছাই করা ২৫ জন ডাকটিকিটের সংগ্রাহক তাদের সংগ্রহ প্রদর্শন করছেন। পাশাপাশি তারা ডাকটিকিট বিক্রিও করছেন। প্রদর্শনীতে পাকিস্তান আমল থেকে বর্তমান সময়ের সব ডাকটিকিটই রয়েছে। বিশ্বের নানা দেশের দুষ্প্রাপ্য সব ডাকটিকিটও প্রদর্শনীতে স্থান পেয়েছে। দেয়ালে দেয়ালে প্রদর্শন করা হচ্ছে অনেক পুরোনো চিঠির খাম। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘুরে ঘুরে এসব দেখছেন। প্রিয়জনের কাছে চিঠি লিখছেন।
ঢাকার উত্তরা থেকে প্রদর্শনীতে অংশ নিয়েছেন ডাকটিকিটের সংগ্রাহক কাজী মাহবুবুর রহমান। স্বাধীনতার আগেও বাংলাদেশকে নিয়ে যে আটটি ডাকটিকিট ছাপানো হয়েছিল, তার সংগ্রহ রয়েছে মাহবুবুর রহমানের কাছে। ওই ডাকটিকিটগুলো ছাপানো হয়েছিল রুপির হিসাবে। ১০ পয়সা, ২০ পয়সা, ৫০ পয়সা, ১ রুপি, ২ রুপি, ৩ রুপি, ৫ রুপি ও ১০ রুপির ডাকটিকিটগুলোর কোনটিতে কোন বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে তা তিনি বর্ণনা করে জানাচ্ছেন।
কাজী মাহবুবুর রহমান আরও ১৫টি ডাকটিকিট দেখিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘এই ডাকটিকিটগুলোও স্বাধীনতার আগে ছাপানো হয়েছিল প্রকাশের জন্য। কিন্তু বঙ্গবন্ধু শুধু আটটি প্রকাশের অনুমতি দিয়েছিলেন। বাকি ১৫টি ‘আনইস্যুড’ হিসেবে থেকে গেছে। ১,২, ৩,৫, ৭,১০, ১৫,২০, ২৫,৪০, ৫০ ও ৭৫ পয়সা এবং ১ রুপির এই ডাকটিকিটগুলো পরে প্রকাশ হয়নি।’
কাজী মাহবুবুর রহমানের পাশেই ডাকটিকিট নিয়ে বসেছেন সাতক্ষীরার আহসান-আল-আমিন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিট বের করে দেখালেন। এটি ২০ পয়সার। ডাকটিকিটের ওপরে উড়ছে ৬টি পায়রা। ডাক বিভাগের অস্থায়ী পোস্ট অফিসে বর্তমান সময়ে প্রচলিত ডাকটিকিটগুলো প্রদর্শন করছে। সেখানে ডাকটিকিট বিক্রিও করা হচ্ছে।
অস্থায়ী পোস্ট অফিসেই একটি ডাকবাক্সও রাখা হয়েছে। বরেন্দ্রপেক্স খামে ৫ টাকার ডাকটিকিট দিয়ে সেখানে চিঠি পোস্ট করছিলেন অনেকে। এ ছাড়া ৮ টাকার ডাকটিকিটে রেজিস্ট্রি করে এবং দ্রুত চিঠি পৌঁছাতে ১০ টাকার ডাকটিকিট দিয়ে জিইপি চিঠি পাঠাচ্ছিলেন অনেকে। রোববার প্রথম এক ঘণ্টায় ৩০টি জিইপি ও ৮টি রেজিস্ট্রি করা চিঠি জমা হয় পোস্ট অফিসে।
বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির সাংগঠনিক সম্পাদক সুমন্ত কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যারা এখন প্রবীণ, তাদের শৈশবের স্মৃতি এই ডাকটিকিট। মোবাইল ফোন আর ইন্টারনেটের যুগে এগুলো এখন স্মৃতি। সেই স্মৃতিময় ইতিহাস নতুন প্রজন্মের সামনে আনতে আমাদের এ আয়োজন।’
এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ড. উদয় শংকর বিশ্বাস বলেন, ‘এখানে আজ সবাই পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠাচ্ছে। যারা চিঠি পাঠাচ্ছে এ অনুভূতিটা শুধু তারাই বুঝতে পারছে। আমরা আশা করছি, আজ যারা চিঠি পাঠাচ্ছেন তাদের একটা অভ্যাস তৈরি হবে।’
রাসিক সচিব আড়াই মাস ধরে তাঁদের বিল-সংক্রান্ত প্রায় ২৫০টি ফাইল অফিসের টেবিলে ফেলে রেখেছেন। এতে অন্তত ১৫ জন ঠিকাদারের প্রায় ১০০ কোটি টাকা আটকে আছে। পাওনা টাকা না মেলায় তাঁরা শ্রমিকদের মজুরি দিতে পারছেন না। কাজও চলমান রাখা যাচ্ছে না।
৩ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দিতে আবুল বাসার বাদশা মিয়া (৪২) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বারপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর হঠাৎ একদল মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাদশাকে এলোপাতাড়ি কুপিয়ে...
২৩ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৮২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।
৩৬ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ইটভাটা মোড় (বসুনিয়া মোড়সংলগ্ন) এলাকায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে