তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ধরে ডাক্তার ও পরিদর্শক শূন্য রয়েছে। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওই ইউনিয়নের প্রায় হাজার হাজার মানুষ। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুরা স্বাস্থ্যসেবা না পেয়ে চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। ফলে তাঁদের স্বাস্থ্যসেবা নিতে প্রায় ১০ কিলোমিটার পথ পেরিয়ে উপজেলা সদরে আসতে হচ্ছে। এতে ভোগান্তি চরমে পৌঁছেছে।
জানা গেছে, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র বিনা মূল্যে ওষুধ বিতরণ, গর্ভবতী সেবা, নবদম্পতি সেবা, শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের চিকিৎসা, জনসংখ্যা বৃদ্ধি হ্রাসে পরামর্শ, শিশুমৃত্যুর হার হ্রাসসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। কিন্তু নিয়মিত ডাক্তার, পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী না থাকায় তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবাদান ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্যকেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। অনেক সময় পর দেখা মেলে আছিয়া খাতুন নামের এক আয়ার। তিনি বলেন, ‘আমি ছাড়া কোনো ডাক্তার ও পরিদর্শক এখানে কর্মরত নেই।’ অথচ ওই স্বাস্থ্যকেন্দ্রে একজন ডাক্তার, একজন ভিজিটর, একজন স্বাস্থ্য সহকারী ও একজন আয়ার পদে নিয়মিত লোক থাকার কথা রয়েছে।
স্বাস্থ্যকেন্দ্রে ছেলেকে নিয়ে চিকিৎসা নিতে আসা গোন্তা গ্রামের ছবিরন খাতুন বলেন, ‘আমার শিশু বাচ্চার চিকিৎসার জন্য ১০টা থেকে বসে আছি, এখন প্রায় ১২টা বাজে। কিন্তু কোনো ঘর এখনো খোলা হয়নি এবং কোনো ডাক্তারও আসেনি।’
বারুহাস ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার মেহেদী হাসান বলেন, ‘আমি সপ্তাহে এক দিন স্বাস্থ্যকেন্দ্রে এসে চিকিৎসাসেবা দিই। এটি আমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু ৬ দিনের সেবা এক দিনে দেওয়া সম্ভব হয় না।’
তালম ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল খালেক বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রে কোনো নিয়মিত চিকিৎসক ও পরিদর্শক না থাকায় ইউনিয়নের হাজার হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, ‘তালম ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রসহ উপজেলার সকল স্বাস্থ্যকেন্দ্রে জনবলসংকট রয়েছে। ফলে সার্বিকভাবেই সারা উপজেলায় স্বাস্থ্যসেবা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। তবে ওপর মহলে জনবল চেয়ে আবেদন করা হয়েছে। আশা করছি, দ্রুতই এ সমস্যা কেটে যাবে।’
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ধরে ডাক্তার ও পরিদর্শক শূন্য রয়েছে। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওই ইউনিয়নের প্রায় হাজার হাজার মানুষ। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুরা স্বাস্থ্যসেবা না পেয়ে চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। ফলে তাঁদের স্বাস্থ্যসেবা নিতে প্রায় ১০ কিলোমিটার পথ পেরিয়ে উপজেলা সদরে আসতে হচ্ছে। এতে ভোগান্তি চরমে পৌঁছেছে।
জানা গেছে, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র বিনা মূল্যে ওষুধ বিতরণ, গর্ভবতী সেবা, নবদম্পতি সেবা, শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের চিকিৎসা, জনসংখ্যা বৃদ্ধি হ্রাসে পরামর্শ, শিশুমৃত্যুর হার হ্রাসসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। কিন্তু নিয়মিত ডাক্তার, পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী না থাকায় তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবাদান ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্যকেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। অনেক সময় পর দেখা মেলে আছিয়া খাতুন নামের এক আয়ার। তিনি বলেন, ‘আমি ছাড়া কোনো ডাক্তার ও পরিদর্শক এখানে কর্মরত নেই।’ অথচ ওই স্বাস্থ্যকেন্দ্রে একজন ডাক্তার, একজন ভিজিটর, একজন স্বাস্থ্য সহকারী ও একজন আয়ার পদে নিয়মিত লোক থাকার কথা রয়েছে।
স্বাস্থ্যকেন্দ্রে ছেলেকে নিয়ে চিকিৎসা নিতে আসা গোন্তা গ্রামের ছবিরন খাতুন বলেন, ‘আমার শিশু বাচ্চার চিকিৎসার জন্য ১০টা থেকে বসে আছি, এখন প্রায় ১২টা বাজে। কিন্তু কোনো ঘর এখনো খোলা হয়নি এবং কোনো ডাক্তারও আসেনি।’
বারুহাস ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার মেহেদী হাসান বলেন, ‘আমি সপ্তাহে এক দিন স্বাস্থ্যকেন্দ্রে এসে চিকিৎসাসেবা দিই। এটি আমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু ৬ দিনের সেবা এক দিনে দেওয়া সম্ভব হয় না।’
তালম ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল খালেক বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রে কোনো নিয়মিত চিকিৎসক ও পরিদর্শক না থাকায় ইউনিয়নের হাজার হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, ‘তালম ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রসহ উপজেলার সকল স্বাস্থ্যকেন্দ্রে জনবলসংকট রয়েছে। ফলে সার্বিকভাবেই সারা উপজেলায় স্বাস্থ্যসেবা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। তবে ওপর মহলে জনবল চেয়ে আবেদন করা হয়েছে। আশা করছি, দ্রুতই এ সমস্যা কেটে যাবে।’
কক্সবাজারের টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। পরে নৌকার মালিককে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন।
২ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিজিটাল ভূমি জরিপের নামে অবৈধ অর্থ আদায়ের অভিযোগে দুই কর্মকর্তাকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশে সোপর্দ করা হয়েছে। অবরুদ্ধ কর্মকর্তারা হলেন সিদ্ধিরগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মহসিন আলী সরদার ও সার্ভেয়ার নজরুল।
৪ মিনিট আগেবেলা ১টার দিকে মঞ্চে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক, জেলা খাদ্যনিয়ন্ত্রকসহ অন্য সরকারি কর্মকর্তারা এলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে হট্টগোল শুরু করেন বিএনপি-সমর্থিত আবেদনকারীরা। সরকারি কর্মকর্তারা লটারির নামে কৌশলে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন—এমন অভিযোগ তুলে তাঁরা বেলা ২টা
২৭ মিনিট আগেসিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রতিবাদ সভা ও শোওয়া কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসীকল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা...
৩৯ মিনিট আগে