আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে স্টেশনে ফেলে যাওয়া ল্যাপটপ ও ব্যাগ ফেরত পেয়েছেন মনির হোসেন নামের এক ব্যক্তি। আজিজুল হক নামের এক ব্যক্তি ব্যাগটি ফিরিয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার সান্তাহার জংশন স্টেশনে হারানো ল্যাপটপটি গতকাল সোমবার রাতে মালিকের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে সান্তাহার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে সান্তাহার প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন মনির হোসেন। নামাজের সময় হলে পাশেই বসার স্থানে ব্যাগটি রেখে নামাজে যান তিনি। নামাজ শেষে ট্রেন চলে আসায় ভুলে ব্যাগ রেখেই চলে যান তিনি। প্রায় ৫ ঘণ্টা ব্যাগটি সেখানেই পড়ে ছিল। পরে স্টেশনে থাকা এক ছিন্নমূল ব্যক্তি ব্যাগটি উদ্ধার করে আজিজুল হকের কাছে নিয়ে যান।
এ বিষয়ে গরিবের রাজা নামে পরিচিত আজিজুল হক রাজা বলেন, ‘ব্যাগটি আমার কাছে নিয়ে আসার পর প্ল্যাটফর্মে যাত্রীদের মধ্যে কারও ব্যাগ হারিয়েছে কি না জানার চেষ্টা করি। মালিককে খুঁজে না পাওয়ায় ব্যাগটি খুলে ল্যাপটপ, গাড়ির লাইসেন্স ও আম দেখতে পাই। আমি তখন স্থানীয় একজন সাংবাদিকের সহযোগিতায় ব্যাগে থাকা লাইসেন্সের নম্বর থেকে মালিকের সঙ্গে যোগাযোগ করি। পরে তিনি এসে ব্যাগটি নিয়ে যান।’
স্থানীয় রানা হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, রাজা ভাই ব্যাগটি কার তা খুঁজে বের করার চেষ্টা করছিলেন। কিন্তু কাউকে পাচ্ছিলেন না। শেষে এক নারীর সহযোগিতায় ব্যাগটি নিয়ে এসে আমাদের সামনে খুলে দেখেন সেখানে কী আছে। পরে ব্যাগটি তিনি বাড়ি নিয়ে যান। হয়তো অন্য কেউ পেলে ব্যাগটি আর ফেরত দিত না।’
ল্যাপটপ আর ব্যাগ ফিরে পেয়ে মনির হোসেন বলেন, ‘আমি এক প্রকার ধরেই নিয়েছিলাম, ব্যাগটি আর ফিরে পাব না। কিন্তু সাংবাদিক সাগর খান নামের এক ভাই যখন ফোন করে জানালেন, তাঁর কাছে একটি ব্যাগ রয়েছে। তখন বিশ্বাস করতে পারছিলাম না। গতকাল সোমবার রাতে আমি ব্যাগ ফেরত পেয়েছি। ল্যাপটপসহ মূল্যবান কাগজপত্র সব ঠিকঠাক আছে।’
বগুড়ার আদমদীঘিতে স্টেশনে ফেলে যাওয়া ল্যাপটপ ও ব্যাগ ফেরত পেয়েছেন মনির হোসেন নামের এক ব্যক্তি। আজিজুল হক নামের এক ব্যক্তি ব্যাগটি ফিরিয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার সান্তাহার জংশন স্টেশনে হারানো ল্যাপটপটি গতকাল সোমবার রাতে মালিকের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে সান্তাহার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে সান্তাহার প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন মনির হোসেন। নামাজের সময় হলে পাশেই বসার স্থানে ব্যাগটি রেখে নামাজে যান তিনি। নামাজ শেষে ট্রেন চলে আসায় ভুলে ব্যাগ রেখেই চলে যান তিনি। প্রায় ৫ ঘণ্টা ব্যাগটি সেখানেই পড়ে ছিল। পরে স্টেশনে থাকা এক ছিন্নমূল ব্যক্তি ব্যাগটি উদ্ধার করে আজিজুল হকের কাছে নিয়ে যান।
এ বিষয়ে গরিবের রাজা নামে পরিচিত আজিজুল হক রাজা বলেন, ‘ব্যাগটি আমার কাছে নিয়ে আসার পর প্ল্যাটফর্মে যাত্রীদের মধ্যে কারও ব্যাগ হারিয়েছে কি না জানার চেষ্টা করি। মালিককে খুঁজে না পাওয়ায় ব্যাগটি খুলে ল্যাপটপ, গাড়ির লাইসেন্স ও আম দেখতে পাই। আমি তখন স্থানীয় একজন সাংবাদিকের সহযোগিতায় ব্যাগে থাকা লাইসেন্সের নম্বর থেকে মালিকের সঙ্গে যোগাযোগ করি। পরে তিনি এসে ব্যাগটি নিয়ে যান।’
স্থানীয় রানা হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, রাজা ভাই ব্যাগটি কার তা খুঁজে বের করার চেষ্টা করছিলেন। কিন্তু কাউকে পাচ্ছিলেন না। শেষে এক নারীর সহযোগিতায় ব্যাগটি নিয়ে এসে আমাদের সামনে খুলে দেখেন সেখানে কী আছে। পরে ব্যাগটি তিনি বাড়ি নিয়ে যান। হয়তো অন্য কেউ পেলে ব্যাগটি আর ফেরত দিত না।’
ল্যাপটপ আর ব্যাগ ফিরে পেয়ে মনির হোসেন বলেন, ‘আমি এক প্রকার ধরেই নিয়েছিলাম, ব্যাগটি আর ফিরে পাব না। কিন্তু সাংবাদিক সাগর খান নামের এক ভাই যখন ফোন করে জানালেন, তাঁর কাছে একটি ব্যাগ রয়েছে। তখন বিশ্বাস করতে পারছিলাম না। গতকাল সোমবার রাতে আমি ব্যাগ ফেরত পেয়েছি। ল্যাপটপসহ মূল্যবান কাগজপত্র সব ঠিকঠাক আছে।’
টাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক
১৩ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সব আয়োজন বর্জন করে মানববন্ধনে দাঁড়ান তারা।
১৮ মিনিট আগেচাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীর (৮) মাত্র ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির
২২ মিনিট আগেটাঙ্গাইল রেলস্টেশনে এক নারীকে ট্রেন থেকে নামিয়ে বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে রেলস্টেশনের ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে