Ajker Patrika

স্টেশনে ফেলে যাওয়া ল্যাপটপ ফিরে পেলেন চার দিন পর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২৩, ২০: ৩০
স্টেশনে ফেলে যাওয়া ল্যাপটপ ফিরে পেলেন চার দিন পর

বগুড়ার আদমদীঘিতে স্টেশনে ফেলে যাওয়া ল্যাপটপ ও ব্যাগ ফেরত পেয়েছেন মনির হোসেন নামের এক ব্যক্তি। আজিজুল হক নামের এক ব্যক্তি ব্যাগটি ফিরিয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার সান্তাহার জংশন স্টেশনে হারানো ল্যাপটপটি গতকাল সোমবার রাতে মালিকের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে সান্তাহার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে সান্তাহার প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন মনির হোসেন। নামাজের সময় হলে পাশেই বসার স্থানে ব্যাগটি রেখে নামাজে যান তিনি। নামাজ শেষে ট্রেন চলে আসায় ভুলে ব্যাগ রেখেই চলে যান তিনি। প্রায় ৫ ঘণ্টা ব্যাগটি সেখানেই পড়ে ছিল। পরে স্টেশনে থাকা এক ছিন্নমূল ব্যক্তি ব্যাগটি উদ্ধার করে আজিজুল হকের কাছে নিয়ে যান।

এ বিষয়ে গরিবের রাজা নামে পরিচিত আজিজুল হক রাজা বলেন, ‘ব্যাগটি আমার কাছে নিয়ে আসার পর প্ল্যাটফর্মে যাত্রীদের মধ্যে কারও ব্যাগ হারিয়েছে কি না জানার চেষ্টা করি। মালিককে খুঁজে না পাওয়ায় ব্যাগটি খুলে ল্যাপটপ, গাড়ির লাইসেন্স ও আম দেখতে পাই। আমি তখন স্থানীয় একজন সাংবাদিকের সহযোগিতায় ব্যাগে থাকা লাইসেন্সের নম্বর থেকে মালিকের সঙ্গে যোগাযোগ করি। পরে তিনি এসে ব্যাগটি নিয়ে যান।’

স্থানীয় রানা হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, রাজা ভাই ব্যাগটি কার তা খুঁজে বের করার চেষ্টা করছিলেন। কিন্তু কাউকে পাচ্ছিলেন না। শেষে এক নারীর সহযোগিতায় ব্যাগটি নিয়ে এসে আমাদের সামনে খুলে দেখেন সেখানে কী আছে। পরে ব্যাগটি তিনি বাড়ি নিয়ে যান। হয়তো অন্য কেউ পেলে ব্যাগটি আর ফেরত দিত না।’

ল্যাপটপ আর ব্যাগ ফিরে পেয়ে মনির হোসেন বলেন, ‘আমি এক প্রকার ধরেই নিয়েছিলাম, ব্যাগটি আর ফিরে পাব না। কিন্তু সাংবাদিক সাগর খান নামের এক ভাই যখন ফোন করে জানালেন, তাঁর কাছে একটি ব্যাগ রয়েছে। তখন বিশ্বাস করতে পারছিলাম না। গতকাল সোমবার রাতে আমি ব্যাগ ফেরত পেয়েছি। ল্যাপটপসহ মূল্যবান কাগজপত্র সব ঠিকঠাক আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত