Ajker Patrika

চাটমোহরে ভুট্টাখেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ১৫
চাটমোহরে ভুট্টাখেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

পাবনার চাটমোহরে ইসমাইল হোসেন (২৯) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার হরিপুর এলাকা থেকে আজ সোমবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে।

তবে ইসমাইল হোসেনকে কে বা কারা হত্যা করেছে, এ বিষয়ে পুলিশ কোনো তথ্য দিতে পারেনি।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে কৃষকেরা মাঠে কাজ করতে গেলে পাশের ভুট্টাখেত থেকে দুর্গন্ধ আসে। তখন তাঁরা সেখানে গিয়ে লাশটি দেখতে পান। খবর দিলে চাটমোহর থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে উপজেলার তেবাড়িয়া গ্রামের মাহমুদা খাতুন লাশটি তাঁর স্বামী ইসমাইল হোসেনের বলে শনাক্ত করেন।

মাহমুদা খাতুন বলেন, তাঁর স্বামী ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে ২৫ ফেব্রুয়ারি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত