বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের তালিকা তৈরিকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ সময় বাধা দিতে গিয়ে ইউপি চেয়ারম্যান ও দুই সদস্য আহত হন। প্রতিবাদে প্রায় আধঘণ্টা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে অবরোধ করে রাখেন চেয়ারম্যানের অনুসারীরা। এ সময় রাস্তার যান চলাচল বন্ধ হয়ে গেলে উভয় দিকে কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধকারীরা তা তুলে নেন।
আহতরা হলেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল, সদস্য আলিম মুনশি ও সংরক্ষিত নারী সদস্য শারমিন সুলতানা।
ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল বলেন, দুপুর ১২টার দিকে ইউপি কার্যালয়ের অফিস কক্ষে থাকা অবস্থায় নাটোর-৪ আসনের সংসদ সদস্যের অনুসারী তিরাইল গ্রামের আতিকুর রহমান মাস্টার (৪৭), নটাবাড়িয়া গ্রামের রানা আহমেদ (৩৫), পারকোল গ্রামের সিরাজ আলীসহ (৪০) ১৫ থেকে ২০ জন প্রবেশ করেন। তাঁরা আমাকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চালের অর্ধেক বিতরণ করার কথা বলে। ইউপি কার্যালয়ের বরাদ্দকৃত চাল তাঁদের কেন বিতরণ করতে দিতে হবে—জানতে চাইলে মারধর শুরু করেন। এ সময় ইউপি সদস্য আব্দুল আলিম মুনশি ও সংরক্ষিত নারী সদস্য শারমিন সুলতানা এগিয়ে আসলে তাঁদেরও মারধরসহ অফিস কক্ষ ভাঙচুর করে।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘গত ঈদুল ফিতরে আমি বিতরণ করতে দিয়েছিলাম। তাঁরা বিতরণ না করে চাল নিয়ে চলে যায়। পরে আমাকে চাল কিনে বিতরণ করতে হয়েছিল।’
ইউপি সদস্য আলিম মুনশি বলেন, ‘চেয়ারম্যানকে মারধর করার সময় আমি বাধা দিই। তখন আমাকে মেরে আমার পকেটে থাকা ২০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।’
তিরাইল পশ্চিমপাড়া গ্রামের জিন্নাত মণ্ডল বলেন, ‘ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলতে আতিকুর রহমান মাস্টারসহ কয়েকজন মারধর শুরু করে। মেম্বার ছাড়াতে গিয়ে আহত হন।’
অভিযুক্ত সিরাজ হোসেন বলেন, ‘চেয়ারম্যান নিজেই তো আমাদের মারধর করেছে। আমরা মারতে যাব কেন।’
নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নাটোরের বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের তালিকা তৈরিকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ সময় বাধা দিতে গিয়ে ইউপি চেয়ারম্যান ও দুই সদস্য আহত হন। প্রতিবাদে প্রায় আধঘণ্টা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে অবরোধ করে রাখেন চেয়ারম্যানের অনুসারীরা। এ সময় রাস্তার যান চলাচল বন্ধ হয়ে গেলে উভয় দিকে কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধকারীরা তা তুলে নেন।
আহতরা হলেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল, সদস্য আলিম মুনশি ও সংরক্ষিত নারী সদস্য শারমিন সুলতানা।
ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল বলেন, দুপুর ১২টার দিকে ইউপি কার্যালয়ের অফিস কক্ষে থাকা অবস্থায় নাটোর-৪ আসনের সংসদ সদস্যের অনুসারী তিরাইল গ্রামের আতিকুর রহমান মাস্টার (৪৭), নটাবাড়িয়া গ্রামের রানা আহমেদ (৩৫), পারকোল গ্রামের সিরাজ আলীসহ (৪০) ১৫ থেকে ২০ জন প্রবেশ করেন। তাঁরা আমাকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চালের অর্ধেক বিতরণ করার কথা বলে। ইউপি কার্যালয়ের বরাদ্দকৃত চাল তাঁদের কেন বিতরণ করতে দিতে হবে—জানতে চাইলে মারধর শুরু করেন। এ সময় ইউপি সদস্য আব্দুল আলিম মুনশি ও সংরক্ষিত নারী সদস্য শারমিন সুলতানা এগিয়ে আসলে তাঁদেরও মারধরসহ অফিস কক্ষ ভাঙচুর করে।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘গত ঈদুল ফিতরে আমি বিতরণ করতে দিয়েছিলাম। তাঁরা বিতরণ না করে চাল নিয়ে চলে যায়। পরে আমাকে চাল কিনে বিতরণ করতে হয়েছিল।’
ইউপি সদস্য আলিম মুনশি বলেন, ‘চেয়ারম্যানকে মারধর করার সময় আমি বাধা দিই। তখন আমাকে মেরে আমার পকেটে থাকা ২০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।’
তিরাইল পশ্চিমপাড়া গ্রামের জিন্নাত মণ্ডল বলেন, ‘ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলতে আতিকুর রহমান মাস্টারসহ কয়েকজন মারধর শুরু করে। মেম্বার ছাড়াতে গিয়ে আহত হন।’
অভিযুক্ত সিরাজ হোসেন বলেন, ‘চেয়ারম্যান নিজেই তো আমাদের মারধর করেছে। আমরা মারতে যাব কেন।’
নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নিজের লেখা কবিতার পাশাপাশি স্ত্রীর নামেও কবিতা ছাপিয়েছেন। বিকৃত করেছেন গল্প। চিত্রকলার কোনো ডিগ্রি না থাকলেও ছেলেকে দিয়ে আঁকিয়েছেন ছবি। এভাবেই চাকমা ভাষার পাঠ্যবইকে ‘পারিবারিক বই’-এ পরিণত করেছেন চাকমা মাতৃভাষা বইয়ের উন্নয়ন কমিটির আহ্বায়ক প্রসন্ন কুমার চাকমা। ২০২৫ সালের জাতীয় শিক্ষাক্রম
৭ ঘণ্টা আগেরংপুরের বদরগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যবাহী পশু মেলার মাঠ ধ্বংস করে দুটি পুকুর খননের অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার পতনের আগে এ প্রকল্প হাতে নেওয়া হলেও সম্প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগেবাগানে বাগানে গাছভরা মুকুল দেখে ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন চাষিরা। গত শনিবার রাজশাহী মহানগরের কিছু এলাকা, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলায় বৃষ্টি হয়েছে। ছিল ধুলোঝড়। বাঘায় বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে। গতকাল রোববার ভোরে চাঁপাইনবাবগঞ্জে এবং সকালে বৃষ্টি হয়েছে নওগাঁর বিভিন্ন এলাকায়। এই ফাগুনের হঠাৎ বৃষ্ট
৭ ঘণ্টা আগেরাজশাহী বিভাগে জ্বালানি পরিবহন এবং বিক্রি নিয়ন্ত্রণ এখনো আওয়ামী লীগের নেতাদের হাতে। নিজেদের স্বার্থে ব্যাঘাত ঘটলেই তাঁরা ধর্মঘটের ডাক দিয়ে জ্বালানি খাতকে জিম্মি করছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, গত ১৫ বছর তাঁরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমির ইজারামূল্য (মাশুল) পরিশোধ করেননি গায়ের জোরে। শুধু বগুড়
৭ ঘণ্টা আগে