নওগাঁ প্রতিনিধি
নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুরে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ চারজন মৃত্যু হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও যাত্রী।
আজ সোমবার মহাসড়কের মহাদেবপুরে হাট-চকগৌরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় নিহতদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। আহত ব্যক্তিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নওগাঁ থেকে একটি ট্রাক মহাদেবপুর সদরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চালকসহ চারজন নিহত হন। গুরুতর আহত হন আরও একজন। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপপরিচালক মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ১টার দিকে আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল ছুটে আসি। এসে দেখি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পড়ে আছে রাস্তার পাশে। পরে একে একে ভেতর থেকে চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।’
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল মরদেহ উদ্ধার করা করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো কারও নাম–পরিচয় জানা যায়নি।’
নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুরে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ চারজন মৃত্যু হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও যাত্রী।
আজ সোমবার মহাসড়কের মহাদেবপুরে হাট-চকগৌরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় নিহতদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। আহত ব্যক্তিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নওগাঁ থেকে একটি ট্রাক মহাদেবপুর সদরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চালকসহ চারজন নিহত হন। গুরুতর আহত হন আরও একজন। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপপরিচালক মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ১টার দিকে আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল ছুটে আসি। এসে দেখি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পড়ে আছে রাস্তার পাশে। পরে একে একে ভেতর থেকে চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।’
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল মরদেহ উদ্ধার করা করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো কারও নাম–পরিচয় জানা যায়নি।’
বেলা ১টার দিকে মঞ্চে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক, জেলা খাদ্যনিয়ন্ত্রকসহ অন্য সরকারি কর্মকর্তারা এলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে হট্টগোল শুরু করেন বিএনপি-সমর্থিত আবেদনকারীরা। সরকারি কর্মকর্তারা লটারির নামে কৌশলে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন—এমন অভিযোগ তুলে তাঁরা বেলা ২টা
১৯ মিনিট আগেসিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রতিবাদ সভা ও শোওয়া কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসীকল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা...
৩০ মিনিট আগেমামলার প্রধান আসামি হয়েও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত ছাত্রদল নেতা শামীম সরকার। তিনি রাজশাহীর বাঘা উপজেলার সবেরহাট বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা। আজ বুধবার পর্যন্ত তিনি আদালত থেকে কোনো ধরনের জামিন নেননি বলে জানা গেছে।
৩৫ মিনিট আগেকোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ ও জহিরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
৪৪ মিনিট আগে