Ajker Patrika

সেতু ভেঙে রড নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ ব্যক্তি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৪, ১৫: ১৮
সেতু ভেঙে রড নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ ব্যক্তি

নাটোরের বড়াইগ্রামে আংশিক ভাঙা একটি সেতু পুরোটা ভেঙে রড নিয়ে গেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক ব্যক্তি। পরে তিনি সেতুর স্থান মাটি দিয়ে ভরাট করে দিয়েছেন। উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোক্তার হোসেন নামের এক গ্রামবাসী বলেন, পাঁচ বছর আগে গাড়ফা লক্ষ্মীর মোড় থেকে সাতইল বিলে যাওয়ার জন্য মোক্তার হোসেনের বাড়ির পাশে একটি সেতু নির্মাণ করা হয়। কিছুদিন হলো সেই রাস্তা দিয়ে মাটিকাটার গাড়ি চলাচল করার কারণে সেতুর একপাশ ভেঙে যায়। গত শনিবার চেয়ারম্যানের ঘনিষ্ঠ শহিদুল ইসলাম লোকজন দিয়ে সেতুটি ভেঙে মাটি দিয়ে ভরাট করে দিয়ে রড নিয়ে গেছেন।

স্থানীয় মছের উদ্দিন ভূঁইয়া বলেন, কালভার্ট ভেঙে গেছে। মেরামত করবে বা পুনর্নির্মাণ করবে সরকার। শহিদুলের এ রকম করা কোনোভাবেই ঠিক হয়নি।

ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শহিদুল ইসলাম বলেন, কালভার্ট ভেঙে যাওয়ায় জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সেখানে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। আর রড তাঁর হেফাজতে রয়েছে।

চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভিন বলেন, রডগুলো শহিদুলের হেফাজতে রয়েছে। পরবর্তী সময়ে এসব রড দিয়ে কাজ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি ৩ দপ্তরে ডিজি, একটিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুটের দাবি

নতুন গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে ৩ সেনাপ্রধানসহ রাজনীতিবিদেরা

কেরালায় দলিত কিশোরীকে ৫ বছর ধরে ধর্ষণ করে ৬০ জন

চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত