Ajker Patrika

ভাঙ্গুড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় শাহজাহান আলী (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার অষ্টমনীষা ইউনিয়নে। এর আগে গত শুক্রবার সন্ধ্যার দিকে দুই সন্তানের জননী ভুক্তভোগী ওই নারী ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে।

মামলার বিবরণে জানা গেছে, প্রতিবেশী যুবক শাহজাহান বেশ কিছুদিন ধরে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিল। গত বুধবার রাতে ওই গৃহবধূর দিনমজুর স্বামী ও বড় মেয়ে বাড়িতে ছিল না। চার বছর বয়সী ছোট মেয়েকে নিয়ে শোয়ার ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। রাত আনুমানিক ১২টার দিকে প্রতিবেশী শাহজাহান ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শাহজাহান পালিয়ে যায়। 

পরে গৃহবধূর স্বামী বাড়ি ফিরলে ঘটনাটি তাকে জানানো হয়। গৃহবধূর স্বামী এ ঘটনার জন্য গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চান। কিন্তু গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটির সুরাহা করতে ব্যর্থ হয়। পরে গত শুক্রবার সন্ধ্যায় ওই গৃহবধূ থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ তা মামলা হিসেবে নেন। 

এ বিষয়ে ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ‘গ্রেপ্তারকৃত যুবক পুলিশের জিজ্ঞাসাবাদে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পাবনা জেলহাজতে পাঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত