Ajker Patrika

ধুনটে কাপড়ে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার 

প্রতিনিধি, ধুনট (বগুড়া)
ধুনটে কাপড়ে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার 

বগুড়ার ধুনট উপজেলায় কাপড়ে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে হুকুম আলী-মথুরাপুর পাকা সড়কের পাশে চানদিয়াড় ব্রিজের কাছ থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে চানদিয়াড় ব্রিজের কাছে কাপড়ে মোড়ানো নবজাতকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাজারের নৈশ প্রহরী। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বিষয়টি ৯৯৯ এ ফোন করে জানায়। 

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন খান ঘটনাস্থল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেন। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। 
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা আজকের পত্রিকাকে জানান, অজ্ঞাত নবজাতকের মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে শিশুটি জন্ম হওয়ার পর কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত