বগুড়া প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া নবনির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নুকে সহিংসতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। চেয়ারম্যান লিটন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন। আজ সোমবার সকালে মেয়র নান্নুকে আদালতে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সোনাতলা থানার ওসি মো. রেজাউল করিম রেজা।
সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিনহাদুজ্জামান লিটনসহ তাঁর চার অনুসারীকে ছুরিকাঘাতের মামলায় নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সোনাতলা থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা যায়, মেয়র নান্নু জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। সোনাতলা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের আগের দিন ১ নভেম্বর তাঁকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
নির্বাচনের পরদিন ৩ নভেম্বর (বুধবার) দুপুরে এক হামলায় মেয়র নান্নুর কর্মীদের হাতে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মী ছুরিকাহত হন। উপজেলা সদরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে এই ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা হয়। ওই রাতেই পুলিশ এজাহারভুক্ত ৫ জনকে গ্রেপ্তারও করে। সে সময় থেকেই পলাতক ছিলেন নান্নু।
এ বিষয়ে ওসি রেজাউল করিম বলেন, তথ্য প্রযুক্তির সাহায্যে মেয়র নান্নুর অবস্থান জানা যায়। তিনি ঢাকার বনানী থানার অন্তর্গত মহাখালী এলাকায় অবস্থান করছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, মেয়র নান্নু আওয়ামী লীগ নেতা মিনহাদুজ্জামান লিটনসহ চারজনকে ছুরিকাঘাত করার মামলায় প্রধান আসামি। এখন পর্যন্ত এই মামলায় তাঁকেসহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর (মঙ্গলবার) ভোট চলাকালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে ধাওয়ার মুখে পড়েন। এ ঘটনার জেরে পরদিন বুধবার দুপুরে মেয়র ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যানসহ অন্যরা সেখানে গেলে সংঘর্ষ বাঁধে। এ সময় ছুরিকাঘাতে আহত হন উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনসহ চারজন।
সোনাতলা পৌরসভায় নৌকা মার্কার প্রার্থী শাহিদুল বারী খান রব্বানীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন নান্নু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া নবনির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নুকে সহিংসতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। চেয়ারম্যান লিটন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন। আজ সোমবার সকালে মেয়র নান্নুকে আদালতে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সোনাতলা থানার ওসি মো. রেজাউল করিম রেজা।
সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিনহাদুজ্জামান লিটনসহ তাঁর চার অনুসারীকে ছুরিকাঘাতের মামলায় নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সোনাতলা থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা যায়, মেয়র নান্নু জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। সোনাতলা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের আগের দিন ১ নভেম্বর তাঁকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
নির্বাচনের পরদিন ৩ নভেম্বর (বুধবার) দুপুরে এক হামলায় মেয়র নান্নুর কর্মীদের হাতে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মী ছুরিকাহত হন। উপজেলা সদরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে এই ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা হয়। ওই রাতেই পুলিশ এজাহারভুক্ত ৫ জনকে গ্রেপ্তারও করে। সে সময় থেকেই পলাতক ছিলেন নান্নু।
এ বিষয়ে ওসি রেজাউল করিম বলেন, তথ্য প্রযুক্তির সাহায্যে মেয়র নান্নুর অবস্থান জানা যায়। তিনি ঢাকার বনানী থানার অন্তর্গত মহাখালী এলাকায় অবস্থান করছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, মেয়র নান্নু আওয়ামী লীগ নেতা মিনহাদুজ্জামান লিটনসহ চারজনকে ছুরিকাঘাত করার মামলায় প্রধান আসামি। এখন পর্যন্ত এই মামলায় তাঁকেসহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর (মঙ্গলবার) ভোট চলাকালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে ধাওয়ার মুখে পড়েন। এ ঘটনার জেরে পরদিন বুধবার দুপুরে মেয়র ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যানসহ অন্যরা সেখানে গেলে সংঘর্ষ বাঁধে। এ সময় ছুরিকাঘাতে আহত হন উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনসহ চারজন।
সোনাতলা পৌরসভায় নৌকা মার্কার প্রার্থী শাহিদুল বারী খান রব্বানীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন নান্নু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
৭ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
২০ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
২৩ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
২৯ মিনিট আগে