বগুড়া প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া নবনির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নুকে সহিংসতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। চেয়ারম্যান লিটন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন। আজ সোমবার সকালে মেয়র নান্নুকে আদালতে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সোনাতলা থানার ওসি মো. রেজাউল করিম রেজা।
সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিনহাদুজ্জামান লিটনসহ তাঁর চার অনুসারীকে ছুরিকাঘাতের মামলায় নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সোনাতলা থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা যায়, মেয়র নান্নু জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। সোনাতলা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের আগের দিন ১ নভেম্বর তাঁকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
নির্বাচনের পরদিন ৩ নভেম্বর (বুধবার) দুপুরে এক হামলায় মেয়র নান্নুর কর্মীদের হাতে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মী ছুরিকাহত হন। উপজেলা সদরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে এই ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা হয়। ওই রাতেই পুলিশ এজাহারভুক্ত ৫ জনকে গ্রেপ্তারও করে। সে সময় থেকেই পলাতক ছিলেন নান্নু।
এ বিষয়ে ওসি রেজাউল করিম বলেন, তথ্য প্রযুক্তির সাহায্যে মেয়র নান্নুর অবস্থান জানা যায়। তিনি ঢাকার বনানী থানার অন্তর্গত মহাখালী এলাকায় অবস্থান করছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, মেয়র নান্নু আওয়ামী লীগ নেতা মিনহাদুজ্জামান লিটনসহ চারজনকে ছুরিকাঘাত করার মামলায় প্রধান আসামি। এখন পর্যন্ত এই মামলায় তাঁকেসহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর (মঙ্গলবার) ভোট চলাকালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে ধাওয়ার মুখে পড়েন। এ ঘটনার জেরে পরদিন বুধবার দুপুরে মেয়র ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যানসহ অন্যরা সেখানে গেলে সংঘর্ষ বাঁধে। এ সময় ছুরিকাঘাতে আহত হন উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনসহ চারজন।
সোনাতলা পৌরসভায় নৌকা মার্কার প্রার্থী শাহিদুল বারী খান রব্বানীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন নান্নু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া নবনির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নুকে সহিংসতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। চেয়ারম্যান লিটন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন। আজ সোমবার সকালে মেয়র নান্নুকে আদালতে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সোনাতলা থানার ওসি মো. রেজাউল করিম রেজা।
সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিনহাদুজ্জামান লিটনসহ তাঁর চার অনুসারীকে ছুরিকাঘাতের মামলায় নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সোনাতলা থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা যায়, মেয়র নান্নু জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। সোনাতলা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের আগের দিন ১ নভেম্বর তাঁকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
নির্বাচনের পরদিন ৩ নভেম্বর (বুধবার) দুপুরে এক হামলায় মেয়র নান্নুর কর্মীদের হাতে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মী ছুরিকাহত হন। উপজেলা সদরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে এই ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা হয়। ওই রাতেই পুলিশ এজাহারভুক্ত ৫ জনকে গ্রেপ্তারও করে। সে সময় থেকেই পলাতক ছিলেন নান্নু।
এ বিষয়ে ওসি রেজাউল করিম বলেন, তথ্য প্রযুক্তির সাহায্যে মেয়র নান্নুর অবস্থান জানা যায়। তিনি ঢাকার বনানী থানার অন্তর্গত মহাখালী এলাকায় অবস্থান করছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, মেয়র নান্নু আওয়ামী লীগ নেতা মিনহাদুজ্জামান লিটনসহ চারজনকে ছুরিকাঘাত করার মামলায় প্রধান আসামি। এখন পর্যন্ত এই মামলায় তাঁকেসহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর (মঙ্গলবার) ভোট চলাকালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে ধাওয়ার মুখে পড়েন। এ ঘটনার জেরে পরদিন বুধবার দুপুরে মেয়র ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যানসহ অন্যরা সেখানে গেলে সংঘর্ষ বাঁধে। এ সময় ছুরিকাঘাতে আহত হন উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনসহ চারজন।
সোনাতলা পৌরসভায় নৌকা মার্কার প্রার্থী শাহিদুল বারী খান রব্বানীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন নান্নু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
কুমিল্লার দাউদকান্দিতে আবুল বাসার বাদশা মিয়া (৪২) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বারপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর হঠাৎ একদল মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাদশাকে এলোপাতাড়ি কুপিয়ে...
২০ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৮২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।
৩৪ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ইটভাটা মোড় (বসুনিয়া মোড়সংলগ্ন) এলাকায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।
৪২ মিনিট আগেমানিকগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ৫০ বছরের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে