Ajker Patrika

শেখ হাসিনাই বোঝেন মানুষের কী দরকার: প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি
শেখ হাসিনাই বোঝেন মানুষের কী দরকার: প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করেছেন। মানুষের কী প্রয়োজন, কোথায় কী আছে, কোথায় কী দরকার তিনি দেখেছেন। মানুষের সমস্যাগুলো তুলে ধরেছেন। কোথায় রাস্তা-ঘাট, ব্রিজ দরকার তা দেখেছেন। আজ সেই সুবিধা আমরা পাচ্ছি।’ 

আজ শনিবার দুপুরে সিংড়া কোর্ট মাঠে ভাতাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পলক বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থাকতে বাধ্য হয়েছিলেন। তাঁকে জিয়াউর রহমান দেশে আসতে দেননি। প্রধানমন্ত্রী ১৯৮১-৯৬ সাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে বেরিয়েছেন। বঙ্গবন্ধু কন্যাই বোঝেন মানুষের কী দরকার। সেভাবেই দেশ পরিচালনা করছেন তিনি। তাই দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। 

তাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক রুহুল আমিনসহ নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত