Ajker Patrika

সিরাজগঞ্জে ‘ইটের আঘাতে’ মায়ের মৃত্যু, ছেলে আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১২: ৩৭
সিরাজগঞ্জে ‘ইটের আঘাতে’ মায়ের মৃত্যু, ছেলে আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় ছেলের ইটের আঘাতে মা চায়না খাতুনের (৬০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে শরীফুল ইসলামকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সলঙ্গা থানার উপপরিদর্শক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চায়না খাতুন সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামের মৃত আলীর স্ত্রী। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সলঙ্গা থানার উপপরিদর্শক মশিউর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কে গাড়িচাপায় শরীফুল ইসলামের একটি ছাগলের বাচ্চা মারা যায়। এ নিয়ে মা চায়না খাতুনের সঙ্গে শরীফুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইট দিয়ে চায়না খাতুনের মাথায় আঘাত করে শরীফুল। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি না করে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেন। রাত ১০টার দিকে মারা যান চায়না খাতুন। খবর পেয়ে রাতেই শরীফুল ইসলামকে আটক করা হয়। শরীফুল ইসলাম মাদকাসক্ত বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত