শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদী থেকে ইউনিয়ন আওয়ামী লীগের এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ বুধবার বেলা ১১টায় উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের চান্দাইকোনা বগুড়া বাজার ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবলীগ নেতার নাম মহরম আলী (৪৫)। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। মহরম আলী সীমাবাড়ী ইউনিয়নে টাকা ধুকুরিয়া গ্রামের মৃত তাহেজ আলী খানের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের ছোট ভাই।
স্থানীয়রা বলছেন, নিহত মহরম আলীর নামে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত সোমবার রাত দেড়টার দিকে পুলিশের একটি দল ওই এলাকায় মিসিং ডায়েরি অনুযায়ী এক ভুক্তভোগীকে উদ্ধারের জন্য যায়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হতে পারে ভয়ে মহরম পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যান এবং ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়েন। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হলে আজ বুধবার সকালে নদীতে তাঁর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
তবে মহরম আলীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন তাঁর বোন শিউলী জাহান। তিনি বলেন, ‘সে দিন রাতে মহরমের সাথে তাঁর দুই বন্ধু ছিল। তাদের তথ্যমতে, মহরম পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়েছে। কিন্তু তাঁর লাশ দেখে পানিতে ডুবে মরার মতো মনে হচ্ছে না। সম্ভবত তাঁকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমরা পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা আজকের পত্রিকাকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদী থেকে ইউনিয়ন আওয়ামী লীগের এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ বুধবার বেলা ১১টায় উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের চান্দাইকোনা বগুড়া বাজার ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবলীগ নেতার নাম মহরম আলী (৪৫)। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। মহরম আলী সীমাবাড়ী ইউনিয়নে টাকা ধুকুরিয়া গ্রামের মৃত তাহেজ আলী খানের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের ছোট ভাই।
স্থানীয়রা বলছেন, নিহত মহরম আলীর নামে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত সোমবার রাত দেড়টার দিকে পুলিশের একটি দল ওই এলাকায় মিসিং ডায়েরি অনুযায়ী এক ভুক্তভোগীকে উদ্ধারের জন্য যায়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হতে পারে ভয়ে মহরম পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যান এবং ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়েন। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হলে আজ বুধবার সকালে নদীতে তাঁর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
তবে মহরম আলীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন তাঁর বোন শিউলী জাহান। তিনি বলেন, ‘সে দিন রাতে মহরমের সাথে তাঁর দুই বন্ধু ছিল। তাদের তথ্যমতে, মহরম পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়েছে। কিন্তু তাঁর লাশ দেখে পানিতে ডুবে মরার মতো মনে হচ্ছে না। সম্ভবত তাঁকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমরা পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা আজকের পত্রিকাকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক
১২ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সব আয়োজন বর্জন করে মানববন্ধনে দাঁড়ান তারা।
১৭ মিনিট আগেচাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীর (৮) মাত্র ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির
২১ মিনিট আগেটাঙ্গাইল রেলস্টেশনে এক নারীকে ট্রেন থেকে নামিয়ে বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে রেলস্টেশনের ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে