প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)
নাটোরের বাগাতিপাড়ার তমালতলা মহিলা কলেজের শিক্ষার্থী তিথি খাতুনকে উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে সুকৌশলে ১৭ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এরপর এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা লিপি বেগম বুধবার বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
তিথি খাতুনের মামা রুহুল আমিন বলেন, কিছুদিন আগে অপরিচিত নম্বর থেকে ওই প্রতারক চক্রের কল আসে। শিক্ষাবোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে শিক্ষার্থীর নাম, তাঁর বাবা ও মায়ের নাম এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বলে বিশ্বাস অর্জন করেন। তারপর ভুল বসত তাঁর অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা কম গিয়েছে বলে জানান। এখন বাকি ১০ হাজার ২০০ টাকা পেতে বিকাশ অ্যাকাউন্ট পরিবর্তনের কথা বলেন। ওই চক্রের নির্দেশনা মত কাজ করলে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
ভুক্তভোগী ও বিকাশ এজেন্টের কয়েকটি দোকান সূত্রে জানা গেছে, উপজেলায় শুধু তিথি খাতুন নয়, প্রতারক চক্রটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কৌশলে হাতিয়ে নিচ্ছেন। প্রতারক চক্রটি এলাকার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিকার হিসেবে বেছে নিয়ে এই প্রতারণা চালিয়ে যাচ্ছে। উপবৃত্তির টাকা আসার পর প্রতারক চক্রের কল আসে। কথার মার-প্যাঁচে কৌশলে গ্রামের সহজ-সরল শিক্ষার্থীদের পিন নম্বর সংগ্রহ করে হাতিয়ে নেয় বিকাশ অ্যাকাউন্টের সব টাকা।
তমালতলা মহিলা কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ জানান, বিকাশে জমা হওয়ার পর তার কলেজের উপবৃত্তি প্রাপ্ত চারজন শিক্ষার্থী প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী বলেন, প্রতারণার শিকার কয়েকজন শিক্ষার্থীর তথ্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন বরাবর পাঠিয়েছেন। তবে কোনো শিক্ষার্থী যাতে প্রতারক চক্রের ফাঁদে পা না দেয় সে ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জানানো হচ্ছে।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এব্যপারে একজন ছাত্রীর অভিভাবক অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল জানান, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। তবে পিন নম্বর আদান-প্রদানে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
নাটোরের বাগাতিপাড়ার তমালতলা মহিলা কলেজের শিক্ষার্থী তিথি খাতুনকে উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে সুকৌশলে ১৭ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এরপর এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা লিপি বেগম বুধবার বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
তিথি খাতুনের মামা রুহুল আমিন বলেন, কিছুদিন আগে অপরিচিত নম্বর থেকে ওই প্রতারক চক্রের কল আসে। শিক্ষাবোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে শিক্ষার্থীর নাম, তাঁর বাবা ও মায়ের নাম এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বলে বিশ্বাস অর্জন করেন। তারপর ভুল বসত তাঁর অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা কম গিয়েছে বলে জানান। এখন বাকি ১০ হাজার ২০০ টাকা পেতে বিকাশ অ্যাকাউন্ট পরিবর্তনের কথা বলেন। ওই চক্রের নির্দেশনা মত কাজ করলে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
ভুক্তভোগী ও বিকাশ এজেন্টের কয়েকটি দোকান সূত্রে জানা গেছে, উপজেলায় শুধু তিথি খাতুন নয়, প্রতারক চক্রটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কৌশলে হাতিয়ে নিচ্ছেন। প্রতারক চক্রটি এলাকার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিকার হিসেবে বেছে নিয়ে এই প্রতারণা চালিয়ে যাচ্ছে। উপবৃত্তির টাকা আসার পর প্রতারক চক্রের কল আসে। কথার মার-প্যাঁচে কৌশলে গ্রামের সহজ-সরল শিক্ষার্থীদের পিন নম্বর সংগ্রহ করে হাতিয়ে নেয় বিকাশ অ্যাকাউন্টের সব টাকা।
তমালতলা মহিলা কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ জানান, বিকাশে জমা হওয়ার পর তার কলেজের উপবৃত্তি প্রাপ্ত চারজন শিক্ষার্থী প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী বলেন, প্রতারণার শিকার কয়েকজন শিক্ষার্থীর তথ্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন বরাবর পাঠিয়েছেন। তবে কোনো শিক্ষার্থী যাতে প্রতারক চক্রের ফাঁদে পা না দেয় সে ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জানানো হচ্ছে।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এব্যপারে একজন ছাত্রীর অভিভাবক অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল জানান, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। তবে পিন নম্বর আদান-প্রদানে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। ফেসবুকে ঢুকলেই ওই দুর্ঘটনার মন খারাপ করা ছবি ও ভিডিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় ‘এসএসসি ০৫-এইচএসসি ০৭’ গ্রুপের একটি পোস্টে।
১ ঘণ্টা আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
১ ঘণ্টা আগেশিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী। যুদ্ধবিমানটি যখন তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের বাঁচাতে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল নেই। বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিকট শব্দে থেমে গেছে সেই কোলাহল। থামেনি সন্তান বা স্বজনহারাদের বুকফাটা কান্না, মাতম। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ও দগ্ধরা।
২ ঘণ্টা আগে