Ajker Patrika

বগুড়ায় করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৮৮ 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩৭
বগুড়ায় করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৮৮ 

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরাফাত রহমান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আরাফাত বগুড়ার সদর উপজেলার বাসিন্দা ছিলেন। 

গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৮৮ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫ শতাংশ।  

আজ মঙ্গলবার  দুপুর পৌনে ১২টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ওই ২৪ ঘণ্টায় জেলায় করোনায় নতুন একজনসহ মোট ৮০২ জন মারা গেছেন। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯৪ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতদের নাম নেই। 

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৪৩ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩৯, মো. আলী হাসপাতালে ৪৪, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন চিকিৎসাধীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিসিএসে প্রাপ্ত নম্বর দেখতে পারবেন প্রার্থী

ছুটিতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন, নতুন দায়িত্বে আসছেন সিয়াম

আসছে নতুন নোট: ৫ টাকায় সাঈদ-মুগ্ধ, ১০০ টাকায় বাঘ

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজির বিতর্কিত আদেশে তদন্তে প্রসিকিউটরেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত