বগুড়া প্রতিনিধি
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরাফাত রহমান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আরাফাত বগুড়ার সদর উপজেলার বাসিন্দা ছিলেন।
গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৮৮ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫ শতাংশ।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ওই ২৪ ঘণ্টায় জেলায় করোনায় নতুন একজনসহ মোট ৮০২ জন মারা গেছেন। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯৪ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতদের নাম নেই।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৪৩ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩৯, মো. আলী হাসপাতালে ৪৪, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন চিকিৎসাধীন।
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরাফাত রহমান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আরাফাত বগুড়ার সদর উপজেলার বাসিন্দা ছিলেন।
গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৮৮ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫ শতাংশ।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ওই ২৪ ঘণ্টায় জেলায় করোনায় নতুন একজনসহ মোট ৮০২ জন মারা গেছেন। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯৪ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতদের নাম নেই।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৪৩ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩৯, মো. আলী হাসপাতালে ৪৪, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন চিকিৎসাধীন।
গাছে ঝুলিয়ে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, এক যুবকের দুই হাত বেঁধে গাছে ঝোলানো হয়েছে। সেই অবস্থাতেই উত্তেজিত কয়েকজন তাঁকে মারধর করছে। ঘটনার ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করছিল আশপাশের মানুষ। তখন নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার পাশাপাশি এই কাজে সঙ্গীদের নাম ও সংখ্যা ব
১ ঘণ্টা আগেরাজধানী ঢাকার মিরপুরের একটি গির্জায় ১৩ বছর আগে সুব্রত বৈদ্যকে হত্যার দায়ে তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৮ (বিশেষ দায়রা জজ) এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন এই রায় ঘোষণা করেন। আদালত রায় বলেছেন, আসামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পার
১ ঘণ্টা আগেপাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক ভূমি মন্ত্রী শামসুর আহমেদ শরীফ ডিলুর মেয়ে মাহজেবীন শিরিন পিয়া শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেইবি প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মো. আব্দুর রউফ এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপ-রেজিস্ট্রার মো. সাহেদ হাসানকে।
১ ঘণ্টা আগে