নওগাঁ প্রতিনিধি
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় আবারও শীত জেঁকে বসছে উত্তরের জেলা নওগাঁয়। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে ছিল নওগাঁর পথঘাট। কুয়াশার কারণে সড়কে বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আলো জ্বালিয়ে চলতে দেখা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার বদলগাছি আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস।
নওগাঁর বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ‘আজকে বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। জেলাজুড়ে ঠান্ডা বাতাস বইছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে।’
এদিকে গত কয়েক দিনে কুয়াশা আর ঠান্ডার প্রভাব কিছুটা কমে গেলেও সকাল থেকে আবারও ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। শীতের তীব্রতা উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে বের হয়েছেন শ্রমিকেরা।
এ ছাড়া তীব্র শীতে জেলায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ‘ঠান্ডাজনিত কারণে হাসপাতালে বৃদ্ধ ও শিশু রোগীদের চাপ বেড়েছে। একই সঙ্গে হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর চাপও বেড়েছে।’
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় আবারও শীত জেঁকে বসছে উত্তরের জেলা নওগাঁয়। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে ছিল নওগাঁর পথঘাট। কুয়াশার কারণে সড়কে বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আলো জ্বালিয়ে চলতে দেখা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার বদলগাছি আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস।
নওগাঁর বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ‘আজকে বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। জেলাজুড়ে ঠান্ডা বাতাস বইছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে।’
এদিকে গত কয়েক দিনে কুয়াশা আর ঠান্ডার প্রভাব কিছুটা কমে গেলেও সকাল থেকে আবারও ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। শীতের তীব্রতা উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে বের হয়েছেন শ্রমিকেরা।
এ ছাড়া তীব্র শীতে জেলায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ‘ঠান্ডাজনিত কারণে হাসপাতালে বৃদ্ধ ও শিশু রোগীদের চাপ বেড়েছে। একই সঙ্গে হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর চাপও বেড়েছে।’
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
৪৪ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
১ ঘণ্টা আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
২ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে