কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ শফি প্রকাশকে (২৮) আটক করেছে র্যাব। গতকাল সোমবার রাতে জেলার টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় গহিন পাহাড়ে তাঁর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ, গ্রেনেড ও মাদক উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টায় র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান এ তথ্য জানান।
আটক ডাকাত শফি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মুছনি রেজিস্টার্ড ক্যাম্প-২৬ সি-ব্লকের বাসিন্দা দীল মোহাম্মদের ছেলে।
র্যাব কর্মকর্তা কামরুল হাসান জানান, শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে ধরতে র্যাব এক মাস ধরে নজরদারি ও অভিযান চালিয়ে আসছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, ডাকাত শফি ও তাঁর সহযোগীরা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৬-এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে অবস্থান করছে। এ খবর পেয়ে র্যাবের একটি দল গতকাল সোমবার রাত ১১টায় সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে শফি ডাকাতকে আটক করা হয়। আটকের পর তাঁকে ছিনিয়ে নিতে র্যাব সদস্যদের লক্ষ্য করে তাঁর সহযোগীরা চার থেকে পাঁচটি গুলি চালায়। জবাবে র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা তিনটি গুলি ছোড়েন।
লেফটেন্যান্ট কর্নেল কামরুল জানান, শফির দেওয়া তথ্যমতে গহিন পাহাড়ের আস্তানা থেকে একটি ওয়ান শুটারগান, দুটি একনলা বন্দুক, একটি এলজি, ১০টি অ্যান্টিপারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০টি তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শটগানের খালি কার্তুজ, তিনটি গ্রেনেড ও ৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, ডাকাত শফির বিরুদ্ধে দুটি হত্যা, দুটি ডাকাতির প্রস্তুতি, ছয়টি অস্ত্র, ছয়টি মারামারিসহ ২১টি মামলা রয়েছে। শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি দুর্ধর্ষ অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাঁর নেতৃত্বে ডাকাত দল ক্যাম্প এলাকার রোহিঙ্গা ও স্থানীয়দের জিম্মি করে রাখতেন এবং পাহাড়ি এলাকায় একটি ত্রাসের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। আটক শফি ডাকাতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ শফি প্রকাশকে (২৮) আটক করেছে র্যাব। গতকাল সোমবার রাতে জেলার টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় গহিন পাহাড়ে তাঁর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ, গ্রেনেড ও মাদক উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টায় র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান এ তথ্য জানান।
আটক ডাকাত শফি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মুছনি রেজিস্টার্ড ক্যাম্প-২৬ সি-ব্লকের বাসিন্দা দীল মোহাম্মদের ছেলে।
র্যাব কর্মকর্তা কামরুল হাসান জানান, শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে ধরতে র্যাব এক মাস ধরে নজরদারি ও অভিযান চালিয়ে আসছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, ডাকাত শফি ও তাঁর সহযোগীরা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৬-এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে অবস্থান করছে। এ খবর পেয়ে র্যাবের একটি দল গতকাল সোমবার রাত ১১টায় সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে শফি ডাকাতকে আটক করা হয়। আটকের পর তাঁকে ছিনিয়ে নিতে র্যাব সদস্যদের লক্ষ্য করে তাঁর সহযোগীরা চার থেকে পাঁচটি গুলি চালায়। জবাবে র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা তিনটি গুলি ছোড়েন।
লেফটেন্যান্ট কর্নেল কামরুল জানান, শফির দেওয়া তথ্যমতে গহিন পাহাড়ের আস্তানা থেকে একটি ওয়ান শুটারগান, দুটি একনলা বন্দুক, একটি এলজি, ১০টি অ্যান্টিপারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০টি তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শটগানের খালি কার্তুজ, তিনটি গ্রেনেড ও ৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, ডাকাত শফির বিরুদ্ধে দুটি হত্যা, দুটি ডাকাতির প্রস্তুতি, ছয়টি অস্ত্র, ছয়টি মারামারিসহ ২১টি মামলা রয়েছে। শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি দুর্ধর্ষ অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাঁর নেতৃত্বে ডাকাত দল ক্যাম্প এলাকার রোহিঙ্গা ও স্থানীয়দের জিম্মি করে রাখতেন এবং পাহাড়ি এলাকায় একটি ত্রাসের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। আটক শফি ডাকাতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
২ ঘণ্টা আগেবেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরে অন্যদেরও বদলি করা হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের...
৮ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব...
৮ ঘণ্টা আগেযশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্টধারী আরজিনা খাতুন নামের ক্যানসারে আক্রান্ত এক রোগীকে জীবননাশের হুমকি দিয়ে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চিহ্নিত ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার ভ্রমণ ট্যাক্স কাটার নাম করে বেনাপোল বন্দর বাস টার্মিনাল থেকে ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী ডালিম ও তার দলবল।
৯ ঘণ্টা আগে