Ajker Patrika

বাগাতিপাড়ায় বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, আহত ১০ 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১১: ১৮
বাগাতিপাড়ায় বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, আহত ১০ 

নাটোরের বাগাতিপাড়ায় বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকা বাজারে এই মারামারির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোববার রাতে বিশ্বকাপ ফাইনাল খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পর স্থানীয় পাকা বাজারের দোকানি রিপনের ক্যাবল নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে তাঁর খেলা দেখতে বিঘ্ন ঘটায় কেউ তার ক্যাবল কেটে দিয়েছে বলে তিনি ধারণা করেন। পরে তিনি ওই বাজারের অন্যদেরও ক্যাবল কেটে দেন। এর ফলে স্থানীয় রেজাউল ও রিপন দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। 

এরই জেরে সোমবার সন্ধ্যার দিকে লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে রিপন গ্রুপের রিপন (৩৪), শাকিল (৩০), দিগন্ত (২৩) এবং রেজাউল গ্রুপের রেজাউল (৪৫), কানন (২৭), মাসুদ (২৬), জমসেদ (৫৫) এবং শাকিলকে (২৫) বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া বলেন, ‘দুই গ্রুপেরই শাকিল নামের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’ 

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত