ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
বরখাস্তের আদেশ প্রত্যাহারের তিন দিন পর অবশেষে আলোচিত সেই টিটিই শফিকুল ইসলাম ট্রেনে নিয়মিত ডিউটি পালনের মধ্য দিয়ে দায়িত্ব ফিরে পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর ট্রেন রূপসা এক্সপ্রেসের টিটিই হিসেবে নিজের ডিউটি শুরু করেন তিনি।
রেল সূত্রে জানা যায়, টিটিই শফিকুল ইসলাম ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ডিউটি শুরু করেন। এর আগে বেলা ১১টায় ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন প্ল্যাটফর্মে টিটিই হেডকোয়ার্টারের নিজ কার্যালয়ে উপস্থিত হন। পরে ঈশ্বরদী স্টেশনের সুপারিনটেনডেন্ট তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিলে তিনি ট্রেনে টিকিট চেকিংয়ের কাজ শুরু করেন।
গত রোববার তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও গত দুই দিনে শফিকুল ইসলাম ট্রেনের টিকিট চেকিংয়ের দায়িত্বে ছিলেন না। আজ মঙ্গলবার কাজে যোগদানের পর অনেক যাত্রী ও পরিচিতরা টিটিইকে চিনতে পেরে তাঁর সঙ্গে করমর্দন করেন।
টিটিই শফিকুল ইসলাম বলেন, ‘ডিউটি পালনের শুরুতেই আমি মাননীয় রেলমন্ত্রী, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম), অন্যান্য রেল কর্মকর্তাসহ সাংবাদিক ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার কাজে আবার ফিরতে পেরে অনেক খুশি।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে এসি রুমে ওঠেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিন আত্মীয়। ঈশ্বরদীতে তাঁদের বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে জরিমানা করে সাময়িক বরখাস্ত হন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে গত শনিবার ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও ডিআরএমের নির্দেশে আরও দুই দিন সময় বাড়ানো হয়েছিল।
পরদিন রোববার দুপুরে তদন্ত কমিটির কার্যক্রমের শুরুতেই পাকশীর ডিআরএম মো. শাহীদুল ইসলাম তাঁর নিজ দায়িত্ববলে ঈশ্বরদীর টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহারের আদেশ দেন। একই সঙ্গে ডিআরএম ওই দিন বিকেলে বরখাস্তের আদেশ প্রদানকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে কারণ দর্শানো নোটিশ দেন। এর সাত দিনের মধ্যে ডিসিও নাসির উদ্দিনকে জবাব দিতে বলা হয়েছে।
এ সম্পর্কিত পড়ুন:
বরখাস্তের আদেশ প্রত্যাহারের তিন দিন পর অবশেষে আলোচিত সেই টিটিই শফিকুল ইসলাম ট্রেনে নিয়মিত ডিউটি পালনের মধ্য দিয়ে দায়িত্ব ফিরে পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর ট্রেন রূপসা এক্সপ্রেসের টিটিই হিসেবে নিজের ডিউটি শুরু করেন তিনি।
রেল সূত্রে জানা যায়, টিটিই শফিকুল ইসলাম ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ডিউটি শুরু করেন। এর আগে বেলা ১১টায় ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন প্ল্যাটফর্মে টিটিই হেডকোয়ার্টারের নিজ কার্যালয়ে উপস্থিত হন। পরে ঈশ্বরদী স্টেশনের সুপারিনটেনডেন্ট তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিলে তিনি ট্রেনে টিকিট চেকিংয়ের কাজ শুরু করেন।
গত রোববার তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও গত দুই দিনে শফিকুল ইসলাম ট্রেনের টিকিট চেকিংয়ের দায়িত্বে ছিলেন না। আজ মঙ্গলবার কাজে যোগদানের পর অনেক যাত্রী ও পরিচিতরা টিটিইকে চিনতে পেরে তাঁর সঙ্গে করমর্দন করেন।
টিটিই শফিকুল ইসলাম বলেন, ‘ডিউটি পালনের শুরুতেই আমি মাননীয় রেলমন্ত্রী, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম), অন্যান্য রেল কর্মকর্তাসহ সাংবাদিক ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার কাজে আবার ফিরতে পেরে অনেক খুশি।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে এসি রুমে ওঠেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিন আত্মীয়। ঈশ্বরদীতে তাঁদের বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে জরিমানা করে সাময়িক বরখাস্ত হন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে গত শনিবার ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও ডিআরএমের নির্দেশে আরও দুই দিন সময় বাড়ানো হয়েছিল।
পরদিন রোববার দুপুরে তদন্ত কমিটির কার্যক্রমের শুরুতেই পাকশীর ডিআরএম মো. শাহীদুল ইসলাম তাঁর নিজ দায়িত্ববলে ঈশ্বরদীর টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহারের আদেশ দেন। একই সঙ্গে ডিআরএম ওই দিন বিকেলে বরখাস্তের আদেশ প্রদানকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে কারণ দর্শানো নোটিশ দেন। এর সাত দিনের মধ্যে ডিসিও নাসির উদ্দিনকে জবাব দিতে বলা হয়েছে।
এ সম্পর্কিত পড়ুন:
জবানবন্দিতে রিয়াদ বলেছেন, ‘পুলিশের উদ্ধার করা পুরো টাকাটাই শাম্মী আহমেদের বাসা থেকে নেওয়া চাঁদার টাকা।’ রিয়াদ জবানবন্দিতে আরও বলেন, তারা শাম্মী আহমেদের স্বামীকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়ের চেষ্টা করে। কিন্তু তিনি ১০ লাখ টাকা দেন।
৯ মিনিট আগেটানা ভারী বর্ষণে খাগড়াছড়ি-রাঙামাটি ও রাঙামাটির বাঘাইছড়ি-দীঘিনালা উপজেলা সড়কের ৯ মাইলসহ বিভিন্ন স্থানে পাহাড়ধস হয়েছে। আজ রোববার সকাল থেকে সেনাবাহিনী, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করেন। বিকেলের দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকা
১৮ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অজ্ঞান অবস্থায় উদ্ধার সেই তরুণীর বাড়ি ভোলা জেলায়। তিনি কলেজছাত্রী। বর্তমানে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা মো. ফিরোজ হোসেন।
১ ঘণ্টা আগেচাঁদাবাজির দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) বহিষ্কৃত আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাত উল্লাহর কাছে তিনি ফৌজদার কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
১ ঘণ্টা আগে