ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় খারিতা গ্রামের প্রেমিক যুগল একযোগে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় প্রেমিক মুরাদ শেখ (১৮) গতকাল সোমবার (৮ এপ্রিল) ভোরের দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর সোমবার দিবাগত রাত রাত আড়াইটায় প্রেমিকা তাজমিন আক্তার (১৬) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মুরাদ শেখ উপজেলার খাঁড়িতা গ্রামের দোলন শেখের ছেলে। তিনি পার্শ্ববর্তী বড়তারা উচ্চবিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। আর তাজমিন আক্তার একই গ্রামের তোজাম খাঁর মেয়ে এবং বাঁকিলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ শেখের সঙ্গে একই গ্রামের তাজমিন আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু দুই পরিবারের কেউই এ সম্পর্ক মেনে নেয়নি। একপর্যায়ে মুরাদকে তাঁর পরিবার মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। ২১ এপ্রিল তাঁর ফ্লাইট ছিল। তাই ধারণা করা হচ্ছে, পরিবারের অনড় অবস্থানে হতাশ হয়ে তারা দুজনে পরিকল্পনা করে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।
পরিকল্পনা অনুযায়ী, ৪ এপ্রিল তারা নিজ নিজ বাড়িতে বিষপান করে। পরে তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে।
গত রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আবার অসুস্থ হয়ে পড়লে মুরাদকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। ওই রাতেই তাজমিন আক্তারও অসুস্থ হয়ে পড়ে। তাকেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (৯ এপ্রিল) রাত আড়াইটায় তাজমিনের মৃত্যু হয়।
মুরাদের বাবা দোলন শেখ বলেন, ‘ছেলে বেকার, চাকরিবাকরি কিছু করে না। এ জন্য আমরা কেউই বিয়েতে রাজি ছিলাম না। ওর জন্য পাসপোর্ট ভিসা রেডি করা ছিল। কিন্তু বিদেশ যাওয়ার জন্য চাপ ছিল না।’
এ ব্যাপারে ক্ষেতলাল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘মুরাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাজমিনের মৃত্যুর বিষয়টিও শুনেছি। মুরাদের মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় খারিতা গ্রামের প্রেমিক যুগল একযোগে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় প্রেমিক মুরাদ শেখ (১৮) গতকাল সোমবার (৮ এপ্রিল) ভোরের দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর সোমবার দিবাগত রাত রাত আড়াইটায় প্রেমিকা তাজমিন আক্তার (১৬) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মুরাদ শেখ উপজেলার খাঁড়িতা গ্রামের দোলন শেখের ছেলে। তিনি পার্শ্ববর্তী বড়তারা উচ্চবিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। আর তাজমিন আক্তার একই গ্রামের তোজাম খাঁর মেয়ে এবং বাঁকিলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ শেখের সঙ্গে একই গ্রামের তাজমিন আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু দুই পরিবারের কেউই এ সম্পর্ক মেনে নেয়নি। একপর্যায়ে মুরাদকে তাঁর পরিবার মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। ২১ এপ্রিল তাঁর ফ্লাইট ছিল। তাই ধারণা করা হচ্ছে, পরিবারের অনড় অবস্থানে হতাশ হয়ে তারা দুজনে পরিকল্পনা করে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।
পরিকল্পনা অনুযায়ী, ৪ এপ্রিল তারা নিজ নিজ বাড়িতে বিষপান করে। পরে তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে।
গত রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আবার অসুস্থ হয়ে পড়লে মুরাদকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। ওই রাতেই তাজমিন আক্তারও অসুস্থ হয়ে পড়ে। তাকেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (৯ এপ্রিল) রাত আড়াইটায় তাজমিনের মৃত্যু হয়।
মুরাদের বাবা দোলন শেখ বলেন, ‘ছেলে বেকার, চাকরিবাকরি কিছু করে না। এ জন্য আমরা কেউই বিয়েতে রাজি ছিলাম না। ওর জন্য পাসপোর্ট ভিসা রেডি করা ছিল। কিন্তু বিদেশ যাওয়ার জন্য চাপ ছিল না।’
এ ব্যাপারে ক্ষেতলাল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘মুরাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাজমিনের মৃত্যুর বিষয়টিও শুনেছি। মুরাদের মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৭ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৫ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৪০ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৪২ মিনিট আগে