শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন পরিষদে (ইউপি) পঞ্চম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমসংখ্যক ভোট পেয়েছেন। গতকাল বুধবার ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৪টি ভোটকেন্দ্রের ফলাফল আলাদা আলাদাভাবে উপজেলায় পাঠানো হয়। এরপর সব কেন্দ্রর ভোট যোগ করে দুই প্রার্থীর একই সংখ্যা পাওয়া যায়। তাই বেসরকারিভাবে কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়নি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গাড়িদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মোট ভোটারসংখ্যা ৭ হাজার ১৬ জন। গতকাল নির্বাচনে ৫ হাজার ২২৫ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে ১৭২টি ভোট অবৈধ বা নষ্ট হলে ৫ হাজার ৫৩টি ভোট বৈধ ঘোষণা করা হয়। এতে তালা প্রতীক নিয়ে ইউপি সদস্য প্রার্থী শাহিন আলম খাজা এবং ভ্যানগাড়ি প্রতীক নিয়ে একই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আলহাজ আব্দুল মান্নান ১ হাজার ১২৪ ভোট করে পান। এ ছাড়াও ওই ওয়ার্ডে আরও ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাম্মৎ আছিয়া খাতুন জানান, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ৪১-এর উপবিধি (৬) অনুযায়ী সমান ভোট পাওয়া দুই প্রার্থীর মাঝে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।
সদস্য প্রার্থী আলহাজ আব্দুল মান্নান বলেন, ‘ভোট পুনর্গণনা করা হলে আমি নিশ্চিত বিজয়ী হব। এ জন্য রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করলেও গ্রহণ করা হয়নি।’
উপজেলা নির্বাচন অফিসার মোছাম্মৎ আছিয়া খাতুন জানান, ৪টি কেন্দ্রের ফলাফল একত্রীকরণ করে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনর্গণনার কোনো সুযোগ নেই। এই ফলাফল নির্বাচন কমিশনে পাঠানো হবে। স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী পরবর্তী সময়ে শুধু এই দুই প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন পরিষদে (ইউপি) পঞ্চম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমসংখ্যক ভোট পেয়েছেন। গতকাল বুধবার ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৪টি ভোটকেন্দ্রের ফলাফল আলাদা আলাদাভাবে উপজেলায় পাঠানো হয়। এরপর সব কেন্দ্রর ভোট যোগ করে দুই প্রার্থীর একই সংখ্যা পাওয়া যায়। তাই বেসরকারিভাবে কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়নি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গাড়িদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মোট ভোটারসংখ্যা ৭ হাজার ১৬ জন। গতকাল নির্বাচনে ৫ হাজার ২২৫ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে ১৭২টি ভোট অবৈধ বা নষ্ট হলে ৫ হাজার ৫৩টি ভোট বৈধ ঘোষণা করা হয়। এতে তালা প্রতীক নিয়ে ইউপি সদস্য প্রার্থী শাহিন আলম খাজা এবং ভ্যানগাড়ি প্রতীক নিয়ে একই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আলহাজ আব্দুল মান্নান ১ হাজার ১২৪ ভোট করে পান। এ ছাড়াও ওই ওয়ার্ডে আরও ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাম্মৎ আছিয়া খাতুন জানান, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ৪১-এর উপবিধি (৬) অনুযায়ী সমান ভোট পাওয়া দুই প্রার্থীর মাঝে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।
সদস্য প্রার্থী আলহাজ আব্দুল মান্নান বলেন, ‘ভোট পুনর্গণনা করা হলে আমি নিশ্চিত বিজয়ী হব। এ জন্য রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করলেও গ্রহণ করা হয়নি।’
উপজেলা নির্বাচন অফিসার মোছাম্মৎ আছিয়া খাতুন জানান, ৪টি কেন্দ্রের ফলাফল একত্রীকরণ করে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনর্গণনার কোনো সুযোগ নেই। এই ফলাফল নির্বাচন কমিশনে পাঠানো হবে। স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী পরবর্তী সময়ে শুধু এই দুই প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
৫ দফা দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন ইন্টার্ন চিকিৎসক–শিক্ষার্থীরা। আজ সোমবার হাসপাতালে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে হাসপাতালের আউটডোরে তালা ঝুলিয়ে দেন।
২ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামে একটি বাড়ি থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাজ পরিহিত এক ভুয়া মেজরকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
৭ মিনিট আগেনেত্রকোনার খালিয়াজুরীতে জলমহালের মাছ লুটে বাধা দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিখোঁজ তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার লেপসিয়া নৌ পুলিশ ও ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ধনু নদীর নাওটানা অংশ থেকে তাঁদের লাশ উদ্ধার করেন। খালিয়াজুরীর লেপসিয়া
৮ মিনিট আগেপ্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন নওগাঁ নিয়ামতপুরের রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রেজাউল করিম রেজা। আজ সোমবার জেলা কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
১২ মিনিট আগে