নাটোর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাটোরে ইয়াসিন ইসলাম (১৭) নামে এক ছাত্রকে তুলে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যসহ অজ্ঞাত ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। ২ নম্বর আসামি নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং ৩ নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানকে।
আজ রোববার বিকেলে নিহত ছাত্র ইয়াসিন আলীর বাবা ফজের আলী বাদী হয়ে নাটোর সদর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। ইয়াসিন নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মল্লিকহাটি মহল্লার বাসিন্দা।
মামলার আরজিতে বাদী মো. ফজের আলী জানান, গত ১৮ জুলাই থেকে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন তার ছেলে ইয়াসিন ইসলাম। গত ৪ আগস্ট সকাল ১০টার দিকে শহরের মাদরাসা মোড় এলাকায় আসামি শফিকুল ইসলাম শিমুলের মদদে অন্যান্য আসামিরা হাতে পিস্তল, ছুরি, ধারালো হাসুয়া, কুড়াল, রামদা নিয়ে সেখানে অবস্থানরত ছাত্রদের মারপিট শুরু করে। এর পর শরিফুল ইসলাম রমজানের হুকুমে তাঁর ছেলেকে এলোপাতাড়ি মারপিট করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে পরিস্থিতি অবনতির শঙ্কায় ইয়াসিনকে শিমুলের জান্নাতি প্যালেস বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে আটক রাখে। ৫ আগস্ট বিকেলে ২ নম্বর আসামি আমার ছেলেকে পুড়িয়ে মেরে ফেলতে সেই কক্ষে আগুন দিয়ে পালিয়ে যায়। পরদিন সকাল ৯টার সময় ওই বাড়ির কক্ষ থেকে তাঁর ছেলের মরদেহ উদ্ধার করেন।
মামলার বাকি আসামিরা হলেন—নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলী, অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, মো. মোর্তুজা আলী বাবলু, সৈয়দ মোস্তাক আলী মুকুল, মো. ফিরোজ, অ্যাডভোকেট আ. মালেক শেখ, জাহিদুর রহমান জাহিদ, জামিল হোসেন মিলন, বাবুল আকতার, মজিবুর রহমান, সায়েম হোসেন উজ্জ্বল, আকরামুল ইসলাম আক্কু বিহারী, মো. নাজমুল হোসেন সরকার, চিত্ত রঞ্জন সাহা, সুজিত সাহা, মোস্তারুল ইসলাম আলম, রতন প্রামানিক, নয়ন সরকার, আরিফুর রহমান মাসুমসহ ১১১ জন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন সরকার মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাটোরে ইয়াসিন ইসলাম (১৭) নামে এক ছাত্রকে তুলে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যসহ অজ্ঞাত ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। ২ নম্বর আসামি নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং ৩ নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানকে।
আজ রোববার বিকেলে নিহত ছাত্র ইয়াসিন আলীর বাবা ফজের আলী বাদী হয়ে নাটোর সদর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। ইয়াসিন নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মল্লিকহাটি মহল্লার বাসিন্দা।
মামলার আরজিতে বাদী মো. ফজের আলী জানান, গত ১৮ জুলাই থেকে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন তার ছেলে ইয়াসিন ইসলাম। গত ৪ আগস্ট সকাল ১০টার দিকে শহরের মাদরাসা মোড় এলাকায় আসামি শফিকুল ইসলাম শিমুলের মদদে অন্যান্য আসামিরা হাতে পিস্তল, ছুরি, ধারালো হাসুয়া, কুড়াল, রামদা নিয়ে সেখানে অবস্থানরত ছাত্রদের মারপিট শুরু করে। এর পর শরিফুল ইসলাম রমজানের হুকুমে তাঁর ছেলেকে এলোপাতাড়ি মারপিট করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে পরিস্থিতি অবনতির শঙ্কায় ইয়াসিনকে শিমুলের জান্নাতি প্যালেস বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে আটক রাখে। ৫ আগস্ট বিকেলে ২ নম্বর আসামি আমার ছেলেকে পুড়িয়ে মেরে ফেলতে সেই কক্ষে আগুন দিয়ে পালিয়ে যায়। পরদিন সকাল ৯টার সময় ওই বাড়ির কক্ষ থেকে তাঁর ছেলের মরদেহ উদ্ধার করেন।
মামলার বাকি আসামিরা হলেন—নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলী, অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, মো. মোর্তুজা আলী বাবলু, সৈয়দ মোস্তাক আলী মুকুল, মো. ফিরোজ, অ্যাডভোকেট আ. মালেক শেখ, জাহিদুর রহমান জাহিদ, জামিল হোসেন মিলন, বাবুল আকতার, মজিবুর রহমান, সায়েম হোসেন উজ্জ্বল, আকরামুল ইসলাম আক্কু বিহারী, মো. নাজমুল হোসেন সরকার, চিত্ত রঞ্জন সাহা, সুজিত সাহা, মোস্তারুল ইসলাম আলম, রতন প্রামানিক, নয়ন সরকার, আরিফুর রহমান মাসুমসহ ১১১ জন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন সরকার মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুরের রামগতিতে ওমানপ্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হকবাজারসংলগ্ন বেড়িবাঁধের ওপরে তাঁর মরদেহ পাওয়া যায়।
৬ মিনিট আগেপৌনে ৬ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের ঠিকাদার ছিলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেডের কর্ণধার। ঠিকাদার মিরাজুল পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ছোট ভাই।
৪০ মিনিট আগেদীর্ঘ ২৩ বছর পর বগুড়ার শিবগঞ্জের আনারুল হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এই মামলায় একমাত্র আসামি আজিজার রহমানকে (৬২) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেসালিসে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের বিচার হয়েছে। বৈঠকে ধর্ষককে ১ লাখ টাকা জরিমানা ও ১০টি জুতাপেটা করার রায় দেওয়া হয়। আগামী ১০ দিনের মধ্যে ধর্ষক ওই পরিমাণ টাকা পরিশোধ করবেন এবং তখনই সালিসকারীরা জুতাপেটা করবেন।
১ ঘণ্টা আগে