Ajker Patrika

গোরস্থানের মার্কেট নির্মাণ বন্ধ চেয়ে ইউএনও’র কাছে এলাকাবাসীর আবেদন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার খোয়ার মোড় কেন্দ্রীয় গোরস্থানের রাস্তার দিকে মার্কেট নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হয়। এলাকাবাসীর হয়ে আবেদনটি করেন মির্জা হাসনাউল হাসান নামে এক ব্যক্তি। 

আবেদনপত্র সূত্রে জানা গেছে, রহনপুর পৌর এলাকার খোয়ার মোড় জামে মসজিদ রহনপুর কেন্দ্রীয় গোরস্থানটি দেখাশোনা করে থাকে। বর্তমানে মসজিদ উন্নয়ননের নাম করে প্রাচীন গোরস্থানটি জায়গা দখল করে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জসিমউদ্দীন, রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মফিজউদ্দিনসহ কয়েকজন মিলে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছেন। এতে করে গোরস্থানের জায়গা ছোট হয়ে পড়ছে। এছাড়া মুসলমানদের কবরের ওপর মার্কেট নির্মাণ করা নিয়ে বিভিন্ন মসজিদের ইমামরাসহ নানা শ্রেণি ও পেশার মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

মির্জা হাসনাউল হাসান জানান, গোরস্থানের সীমানা প্রাচীরের অভ্যন্তরে কবরের ওপর এ মার্কেট নির্মাণের উদ্যোগ পবিত্র রমজান মাসে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। তিনি অবিলম্বে এ মার্কেট নির্মাণকাজ বন্ধের দাবি জানান।  

নির্মাণকাজের নিচের অংশ (পিলার) তৈরি করা হয়েছেমসজিদ কমিটির সাধারণ সম্পাদক জসিমউদ্দীন বলেন, ‘গত ২৫ ফেব্রুয়ারি মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই মার্কেট নির্মাণ করা হচ্ছে। নিচতলায় দোকানঘর ও দোতলায় হাফেজিয়া মাদ্রাসা করা হবে। এরই প্রেক্ষিতে নির্মাণকাজের নিচের অংশ (পিলার) তৈরি করা হয়েছে। অবৈধভাবে কোনো নির্মাণকাজ করা হচ্ছে না।’  

এ বিষয়ে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন জানান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন বলেন, ‘এ বিষয়ে একটি আবেদন পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত