Ajker Patrika

ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভাসমান মাছের খামারে উঠে পড়ল ফেরি

পাবনা প্রতিনিধি
ঝড়ের কবলে পড়ে পাবনার নাজিরগঞ্জ ফেরিঘাটে ভাসমান মাছের খামারে উঠে যায় ফেরি। ছবি: আজকের পত্রিকা
ঝড়ের কবলে পড়ে পাবনার নাজিরগঞ্জ ফেরিঘাটে ভাসমান মাছের খামারে উঠে যায় ফেরি। ছবি: আজকের পত্রিকা

পাবনার পদ্মা নদীর নাজিরগঞ্জ এলাকায় ঝড়ের কবলে পড়ে ক্যামেলিয়া নামক একটি ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে ভাসমান মাছের খামারের উঠে পড়ে। এতে মাছের খামারের জালের খাঁচা ভেঙে অন্তত ৩৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছচাষি ও স্থানীয় বাসিন্দাদের।

আজ বৃহস্পতিবার নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরিঘাট থেকে নাজিরগঞ্জ ফেরিঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় ফেরি ক্যামেলিয়া ঝড়ের কবলে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি নাজিরগঞ্জ ভাসমান মৎস্য খামারে উঠে যায়। এতে বেশ কয়েকটি নৌকাসহ ৪০টি ভাসমান মৎস্য খামারের খাঁচা নদীতে তলিয়ে যায়। খাঁচায় থাকা প্রায় ২৬ লাখ টাকার মাছ নদীতে অবমুক্ত হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, চালক ঝড়ের মধ্যে ফেরি নোঙর না করে ঘাটে আসার চেষ্টা করেন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জেলেদের নৌকার ওপর উঠে যায় এবং পাশে থাকা ভাসমান খামারে উঠে এই ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে মাছচাষি জহির উদ্দিন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এই ভাসমান খামারে মাছ চাষ শুরু করি। শ্রম ও ঘামে এটি এখন একটি থেকে ৪০টি খাঁচার ভাসমান মাছের খামার। খাঁচাগুলোতে ২৬ লাখ টাকার মাছ ছিল। এ ছাড়া ড্রাম, জালসহ সবকিছু মিলিয়ে এখানে আমাদের দুজনের বিনিয়োগ ৩৮ লাখ টাকা। আজকের এই দুর্ঘটনায় সব শেষ।’

জহির উদ্দিন বলেন, ‘বন্দরের অফিসাররা এসেছিলেন। তাঁরা বললেন আবেদন দিতে। এরপর তাঁরা নাকি কী করবেন।’ এ সময় ক্ষতিপূরণ না পেলে এই ঋণ পরিশোধের উপায় নেই জানিয়ে দ্রুত সব ক্ষতিপূরণের দাবি জানান তিনি।

এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি ভাসমান মাছের খামার ও জেলেদের নৌকার উঠে পড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ফেরিটি আটকে রাখেন। পরে নৌ পুলিশ ও নৌবন্দরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করার পর ফেরিটি ছেড়ে দেন তাঁরা।

এ বিষয়ে নাজিরগঞ্জ নদীবন্দরের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন পাটোয়ারী বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ক্ষতি নিরূপণ ও পূরণের ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত