Ajker Patrika

স্বস্তির মাঝেও শঙ্কিত ভাঙ্গুড়ার গার্মেন্টস ব্যবসায়ীরা

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) 
স্বস্তির মাঝেও শঙ্কিত ভাঙ্গুড়ার গার্মেন্টস ব্যবসায়ীরা

মহামারি করোনায় দেশে মৃত্যুর মিছিল থামছেই না। তারপরও অর্থনীতি সচল রাখতে তুলে নেওয়া হয়েছে লকডাউন। তাই পাবনার ভাঙ্গুড়ার গার্মেন্টস ব্যবসায়ীরা বর্তমানে স্বস্তি পেলেও, শঙ্কাও কাজ করছে তাঁদের মধ্যে। 

কয়েকজন গার্মেন্টস ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, দফায় দফায় লকডাউনে দোকান বন্ধ রাখায় তাঁরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে বছরের দুই ঈদ ও পূজাকে কেন্দ্র করে ভালো বেচাবিক্রি হতো গার্মেন্টসের দোকানগুলোতে। কিন্তু লকডাউনে কারণে এ সময়ে তাঁরা ভালো ব্যবসা করতে পারেনি। অনেক ব্যবসায়ী মূলধন ভেঙে লকডাউনের মধ্যে সংসার চালাতে বাধ্য হয়েছেন। অনেকে দেনার দায়ে জর্জরিত। সবকিছু মিলিয়ে এখানকার ব্যবসায়ীরা আছেন চরম দুর্দিনে। 

শরৎনগর বাজারের সরকার বস্ত্রালয়ের মালিক মুকুল সরকার বলেন, লকডাউনে কাপড় ব্যবসায়ীরা ভালো নেই। অনেকেই দেনার দায়ে জর্জরিত। সামনের দিনগুলোতে ঠিকমতো দোকান খোলা রাখা গেলে ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে। 

পৌর শহরের এক্সপোর্ট গ্যালারির মালিক ব্যবসায়ী সোহেল রানা জানান, লকডাউনের কারণে ব্যবসার পরিস্থিতি ভালো না। তবে লকডাউন তুলে নেওয়াতে দোকান খুলতে পেড়ে খুশি তিনি। 

ভাঙ্গুড়া বাজারের বায়েজিদ গার্মেন্টসের মালিক আমিরুল ইসলাম বলেন, লকডাউন তুলে নেওয়ায় স্বস্তি পাচ্ছি। করোনার যে পরিস্থিতি তাতে কখন আবার লকডাউনের কবলে পড়তে হয় এ নিয়ে শঙ্কার মধ্যেও রয়েছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত