Ajker Patrika

ভারতের সঙ্গে পানি চুক্তির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৪: ২৮
ভারতের সঙ্গে পানি চুক্তির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

ভারতের সঙ্গে পানি চুক্তির ন্যায্য হিস্যার দাবিতে এবং ডম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার মধ্যরাতে নগরের তালাইমারি মোড়ে অবস্থান নিয়ে এই কর্মসূচি করা হয়।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে খণ্ড খণ্ড মিছিল বের করা হয়। মিছিল বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনের জ্বোহা চত্বরে এসে মিলিত হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে নগরের তালাইমারি মোড়ে যায়। সেখানে রাত ১টা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার নদীর অধিকার ফিরিয়ে দাও, দিতে হবে’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’, ‘আমার দেশ ডুবল কেন, জবাব দে জবাব দে’, ’ ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ প্রভৃতি স্লোগান দেন।

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক। তিনি এই সংকট নিরসনে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘বর্ষার সময় তাঁরা বাঁধ খুলে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারে। এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আমরা এ ক্ষেত্রে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি। আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে চাই। কোনো আগ্রাসী জনতাকে চোখ রাঙাতে দেব না। আন্তর্জাতিক নদী আইন অনুসরণ করতে ভারতে বাধ্য করব।’

বাংলাদেশের নদীর পানির অধিকার রক্ষা করতে প্রয়োজনে ‘লং মার্চ টু ফারাক্কা বাঁধ’ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘বাংলাদেশের প্রতিটি সেক্টরের রন্ধ্রে রন্ধ্রে ভারত আমাদের কোণঠাসা করে রেখেছে। শেখ হাসিনা ভারতের সহায়তায় বাংলাদেশকে বিক্রি করতে উদ্ধত হয়েছে। প্রয়োজনে আরেকটি লংমার্চ টু ফারাক্কা বাঁধ করব, তবু যে কোনো অবস্থাতেই বাংলাদেশের পানির অধিকার রক্ষা করেই ছাড়ব। শহীদ আবরার আমাদেরা এই সংগ্রাম দেখিয়ে গেছেন। আমরা এই সংগ্রাম থেকে কোনো দিন পিছপা হব না।’ বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করলে ভারতের অবস্থা ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত