রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর পদ্মা নদীতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর বড়কুঠিসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। একজন ডুবে যাওয়ার পর আরেকজন তাকে বাঁচাতে গেলে দুজনেই পানিতে তলিয়ে যায়।
মৃত দুজন হলো বড়কুঠি এলাকার সারিফ শেখের ছেলে রাহিন শেখ ওরফে নীরব (১৫) এবং একই এলাকার শাহিদ হোসেনের ছেলে সাহিল হোসেন (১৫)। এর মধ্যে সাহিল রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। আর নীরবও অষ্টম শ্রেণিতে পড়ত নগরীর লোকনাথ উচ্চ বিদ্যালয়ে। একই এলাকায় বাড়ি বলে তারা দুজনে ভালো বন্ধু ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলছে, বেলা সাড়ে ১১টার দিকে বড়কুঠি এলাকার ছয় কিশোর পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় নীরব পানিতে তলিয়ে যেতে থাকে। এটি দেখে সাহিল তাঁকে বাঁচাতে নীরবের কাছে যায়। এ সময় দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে অন্য চারজন উঠে এসে স্থানীয় লোকজনকে ডাকে। তখন স্থানীয়রা নদী থেকে নীরব ও সাহিলকে উদ্ধার করে। এরপর দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে নৌ পুলিশের পক্ষ থেকে মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
রাজশাহীর পদ্মা নদীতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর বড়কুঠিসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। একজন ডুবে যাওয়ার পর আরেকজন তাকে বাঁচাতে গেলে দুজনেই পানিতে তলিয়ে যায়।
মৃত দুজন হলো বড়কুঠি এলাকার সারিফ শেখের ছেলে রাহিন শেখ ওরফে নীরব (১৫) এবং একই এলাকার শাহিদ হোসেনের ছেলে সাহিল হোসেন (১৫)। এর মধ্যে সাহিল রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। আর নীরবও অষ্টম শ্রেণিতে পড়ত নগরীর লোকনাথ উচ্চ বিদ্যালয়ে। একই এলাকায় বাড়ি বলে তারা দুজনে ভালো বন্ধু ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলছে, বেলা সাড়ে ১১টার দিকে বড়কুঠি এলাকার ছয় কিশোর পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় নীরব পানিতে তলিয়ে যেতে থাকে। এটি দেখে সাহিল তাঁকে বাঁচাতে নীরবের কাছে যায়। এ সময় দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে অন্য চারজন উঠে এসে স্থানীয় লোকজনকে ডাকে। তখন স্থানীয়রা নদী থেকে নীরব ও সাহিলকে উদ্ধার করে। এরপর দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে নৌ পুলিশের পক্ষ থেকে মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বেনাপোল কাস্টমস থেকে প্রায় দেড়শ এনজিওকর্মীকে (বহিরাগত) বহিষ্কার করেছে নবনিযুক্ত কাস্টমস কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন। তবে এসব বহিরাগতের আশ্রয়দাতা কাস্টমস সদস্যদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
৪ মিনিট আগেবাগেরহাটের রামপালে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা এ সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লোকজনকে মারধরের পাশাপাশি বাজারের অন্তত ২০টি দোকান ও পাশের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছেন নেতা-কর্মীরা।
২২ মিনিট আগেজবানবন্দিতে রিয়াদ জানিয়েছেন, পুলিশের উদ্ধার করা পুরো টাকাটাই শাম্মী আহমেদের বাসা থেকে নেওয়া চাঁদার টাকা। রিয়াদ জবানবন্দিতে আরও বলেন, তাঁরা শাম্মী আহমেদের স্বামীকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়ের চেষ্টা করেন। কিন্তু তিনি ১০ লাখ টাকা দেন।
৩৫ মিনিট আগেটানা ভারী বর্ষণে খাগড়াছড়ি-রাঙামাটি ও রাঙামাটির বাঘাইছড়ি-দীঘিনালা উপজেলা সড়কের ৯ মাইলসহ বিভিন্ন স্থানে পাহাড়ধস হয়েছে। আজ রোববার সকাল থেকে সেনাবাহিনী, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করেন। বিকেলের দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকা
৪৪ মিনিট আগে