আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির উপজেলার সান্তাহার পূর্ব ঢাকা থেকে পশ্চিম ঢাকার পর্যন্ত বগুড়া-নওগাঁ মহাসড়কের প্রায় তিন কিলোমিটার সড়ক বেহাল। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। কোথাও বড় বড় গর্ত। এ কারণে সড়কটিতে প্রায়ই যানবাহন বিকল হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকদের কাছে মরণফাঁদে পরিণত হয়েছে এই সড়ক। সড়কটির সংস্কারকাজে ধীর গতির কারণে দীর্ঘদিন ধরে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন বলেন অভিযোগ তাদের।
স্থানীয় বাসিন্দারা জানান, নওগাঁ জেলা থেকে বগুড়া হয়ে যানবাহনগুলো ঢাকাতে যাতায়াতে আদমদীঘির এলাকার এই প্রধান সড়কটি ব্যবহার করেন বিভিন্ন যানবাহনের চালকেরা। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে মাঝে মাঝে গর্তগুলো ভরাট করলেও অল্প সময়ের মধ্যে তা আবার ভেঙে যাচ্ছে। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, কয়েকটি স্থানে সড়কের পাশের অংশ দেবে গেছে। দেবে যাওয়া বিভিন্ন অংশের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সান্তাহার বশিপুর ঈদগাহ সংলগ্ন সড়কের একটি অংশ। সম্প্রতি সেখানে ১০ থেকে ১২টি যানবাহন বিকল হয়েছে। পাশাপাশি সড়কের গর্তে আটকে যাওয়ার নজির রয়েছে অনেক যানবাহনের।
যানবাহনের চালকদের সূত্রে জানা গেছে, অনেক জায়গায় সড়কটি দেবে যাওয়ার কারণে বগুড়া ও ঢাকাগামী যানবাহনের চালকেরা বিকল্প পথ হিসেবে সান্তাহার পৌরশহরের ভেতরের সড়ক ব্যবহার করতেন। কিন্তু সান্তাহার শহরের প্রবেশ দ্বারে একটি কালভার্ট দেবে যাওয়াই রাস্তাটি দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়েই বেহাল মহাসড়কটিতে মৃত্যু ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
সড়কের বাসচালক ইমতিয়াজ আহমেদ জানান, বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না। সড়কের দেবে যাওয়া অংশ ও গর্তগুলো মেরামত করা না হলে শিগগিরই এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। অন্যদিকে সড়কের দুই পাশ প্রশস্ত ও সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার তার মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বগুড়ার আদমদীঘির উপজেলার সান্তাহার পূর্ব ঢাকা থেকে পশ্চিম ঢাকার পর্যন্ত বগুড়া-নওগাঁ মহাসড়কের প্রায় তিন কিলোমিটার সড়ক বেহাল। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। কোথাও বড় বড় গর্ত। এ কারণে সড়কটিতে প্রায়ই যানবাহন বিকল হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকদের কাছে মরণফাঁদে পরিণত হয়েছে এই সড়ক। সড়কটির সংস্কারকাজে ধীর গতির কারণে দীর্ঘদিন ধরে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন বলেন অভিযোগ তাদের।
স্থানীয় বাসিন্দারা জানান, নওগাঁ জেলা থেকে বগুড়া হয়ে যানবাহনগুলো ঢাকাতে যাতায়াতে আদমদীঘির এলাকার এই প্রধান সড়কটি ব্যবহার করেন বিভিন্ন যানবাহনের চালকেরা। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে মাঝে মাঝে গর্তগুলো ভরাট করলেও অল্প সময়ের মধ্যে তা আবার ভেঙে যাচ্ছে। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, কয়েকটি স্থানে সড়কের পাশের অংশ দেবে গেছে। দেবে যাওয়া বিভিন্ন অংশের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সান্তাহার বশিপুর ঈদগাহ সংলগ্ন সড়কের একটি অংশ। সম্প্রতি সেখানে ১০ থেকে ১২টি যানবাহন বিকল হয়েছে। পাশাপাশি সড়কের গর্তে আটকে যাওয়ার নজির রয়েছে অনেক যানবাহনের।
যানবাহনের চালকদের সূত্রে জানা গেছে, অনেক জায়গায় সড়কটি দেবে যাওয়ার কারণে বগুড়া ও ঢাকাগামী যানবাহনের চালকেরা বিকল্প পথ হিসেবে সান্তাহার পৌরশহরের ভেতরের সড়ক ব্যবহার করতেন। কিন্তু সান্তাহার শহরের প্রবেশ দ্বারে একটি কালভার্ট দেবে যাওয়াই রাস্তাটি দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়েই বেহাল মহাসড়কটিতে মৃত্যু ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
সড়কের বাসচালক ইমতিয়াজ আহমেদ জানান, বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না। সড়কের দেবে যাওয়া অংশ ও গর্তগুলো মেরামত করা না হলে শিগগিরই এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। অন্যদিকে সড়কের দুই পাশ প্রশস্ত ও সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার তার মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের চিতল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে।
৩ মিনিট আগেগাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাতের মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে গাইবান্ধা সরকারি কলেজ গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ফেরদৌস আহমেদ নেহাল (২৫) সাঘাটা উপজেলার হাট ভরতখালি গ্রামের বাসিন্দা।
২০ মিনিট আগেনোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে আটক করা হয়।
২৪ মিনিট আগেরাজশাহীর পুঠিয়ায় খাস পুকুর ও দিঘি ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় দলীয় কার্যালয় ও তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে পরে সেনাবাহিনী গিয়ে তা স্বাভাবিক করে।
১ ঘণ্টা আগে