Ajker Patrika

নওগাঁয় যৌথ বাহিনীর টহল শুরু, চেকপোস্ট কার্যক্রম জোরদার

 নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় যৌথ বাহিনীর টহল। ছবি: আজকের পত্রিকা
নওগাঁয় যৌথ বাহিনীর টহল। ছবি: আজকের পত্রিকা

জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁয় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। রাতে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় চেকপোস্ট বসানো হচ্ছে এবং একযোগে টহল পরিচালনা করা হচ্ছে।

আজ মঙ্গলবার রাত ৮টার দিকে সদর থানা থেকে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও আনসারের সমন্বয়ে যৌথ বাহিনীর এই টহল শুরু হয়।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, জেলার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করা। মানুষ যেন নিশ্চিন্তে ও নিরাপদে চলাফেরা করতে পারে এবং দুষ্কৃতকারীদের তৎপরতা সীমিত রাখা যায়, সে জন্য আমরা এই যৌথ টহল পরিচালনা করছি।’

গাজিউর রহমান বলেন, ‘নওগাঁ দেশের অন্যতম ধান-চাল উৎপাদনকারী জেলা হওয়ায় প্রতিদিন অসংখ্য ট্রাক এসব পণ্য পরিবহন করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠায়। চাল ব্যবসায়ী ও পরিবহনের মালিকেরা যদি কোথাও অনিরাপদ বোধ করেন, তাহলে তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত