প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে একটি সেলুনে ঢুকে লাফালাফি করতে গিয়ে আয়না ভাঙলো মুখপোড়া হনুমান। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
উপাধ্যক্ষ মো. বাবুল আক্তার বলেন, আজ দুপুরের দিকে উপজেলার গোপালপুর বাজারে কড়ইতলা ওই সেলুনে চুল কাটাতে ঢোকেন। হঠাৎ হনুমানটি সেলুনে ঢুকে লাফালাফি করতে গিয়ে আয়না ভেঙে ফেলে। কিছুক্ষণ পর একাই বেরিয়ে যায়।
ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, গত ৩১ জুলাই হনুমানটিকে প্রথম ওয়ালিয়া বাজার এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। এক সপ্তাহ ধরে সেটি উপজেলার বিভিন্ন এলাকা মাতিয়ে বেড়াচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ফরিদ আহসান বলেন, এটির বৈজ্ঞানিক নাম: Semnopithecus entellus।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) থেকে প্রকাশিত গ্রন্থে হনুমানটির দুটি ইংরেজি নাম Northern Plains Sacred Langur ও Common Langur উল্লেখ করা হয়েছে। গ্রন্থটিতে এটির স্থানীয় নাম হনুমান বলা হয়েছে।
বাংলাপিডিয়াতে অবশ্য এটির স্থানীয় নাম সাধারণ, ধূসর ও মুখপোড়া হনুমান বলে লেখা হয়েছে। এই প্রজাতির হনুমান বিশ্বে বিপদাপন্ন ও বাংলাদেশ মহাবিপদাপন্ন বলে উল্লেখ করা হয়েছে। এই প্রজাতির হনুমান যশোর, ফরিদপুর, মেহেরপুর, ঝিনাইদহ ও সাতক্ষীরায় জেলায় দেখা যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র দাস বলেন, ‘সম্ভবত হনুমানটি কোনো ট্রাক বা এই ধরনের কোনো গাড়ির ওপরে চড়ে চালকের অজান্তে এখানে চলে এসেছে।’
উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, প্রাণিটির কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে সেজন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।
নাটোরের লালপুরে একটি সেলুনে ঢুকে লাফালাফি করতে গিয়ে আয়না ভাঙলো মুখপোড়া হনুমান। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
উপাধ্যক্ষ মো. বাবুল আক্তার বলেন, আজ দুপুরের দিকে উপজেলার গোপালপুর বাজারে কড়ইতলা ওই সেলুনে চুল কাটাতে ঢোকেন। হঠাৎ হনুমানটি সেলুনে ঢুকে লাফালাফি করতে গিয়ে আয়না ভেঙে ফেলে। কিছুক্ষণ পর একাই বেরিয়ে যায়।
ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, গত ৩১ জুলাই হনুমানটিকে প্রথম ওয়ালিয়া বাজার এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। এক সপ্তাহ ধরে সেটি উপজেলার বিভিন্ন এলাকা মাতিয়ে বেড়াচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ফরিদ আহসান বলেন, এটির বৈজ্ঞানিক নাম: Semnopithecus entellus।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) থেকে প্রকাশিত গ্রন্থে হনুমানটির দুটি ইংরেজি নাম Northern Plains Sacred Langur ও Common Langur উল্লেখ করা হয়েছে। গ্রন্থটিতে এটির স্থানীয় নাম হনুমান বলা হয়েছে।
বাংলাপিডিয়াতে অবশ্য এটির স্থানীয় নাম সাধারণ, ধূসর ও মুখপোড়া হনুমান বলে লেখা হয়েছে। এই প্রজাতির হনুমান বিশ্বে বিপদাপন্ন ও বাংলাদেশ মহাবিপদাপন্ন বলে উল্লেখ করা হয়েছে। এই প্রজাতির হনুমান যশোর, ফরিদপুর, মেহেরপুর, ঝিনাইদহ ও সাতক্ষীরায় জেলায় দেখা যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র দাস বলেন, ‘সম্ভবত হনুমানটি কোনো ট্রাক বা এই ধরনের কোনো গাড়ির ওপরে চড়ে চালকের অজান্তে এখানে চলে এসেছে।’
উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, প্রাণিটির কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে সেজন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।
রিয়েল এস্টেট কোম্পানির নামে জমি ও ফ্ল্যাটে বিনিয়োগে মুনাফা দেওয়ার কথা বলে, কখনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এ জন্য রাজধানী ঢাকা, সাভার, ময়মনসিংহ ও রংপুরে খোলা হয়েছিল কার্যালয়। বিনিয়োগকারীদের অভিযোগ, এখন তাদের আর পাওয়া যাচ্ছে না। চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা
৩ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে সরকারি অর্থ বরাদ্দের টাকায় মুক্তেশ্বরী নদী খুঁড়ে বালু তুলে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার তত্ত্বাবধানেই চলছে এ কাজ। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেছেন, নদী থেকে নয়, বালু কিনে এনে মাঠ ভরাট করা
৩ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বিভিন্ন আকার ও ডিজাইনের নৌকা সাজানো সেখানে। এটি আসলে নৌকার হাট। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে হাটসংলগ্ন ডি এন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও বেচাকেনা হচ্ছে।
৩ ঘণ্টা আগে‘ওর বাবার চোখের সামনেই বিমানটা ভাইঙ্গা পড়ছে। নিচতলায় তখন শুধু আগুন। দোতলায় ধোঁয়া। দরজা বন্ধ। আর্মির সাথে মিল্লা দোতলার পিছনের গ্রিল ভাইঙ্গা উনি মেয়েটারে বাইর করছেন।’ বলছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া আহমেদের মা শিউলি আক্তার।
৪ ঘণ্টা আগে