Ajker Patrika

রাবির হলে ছাত্রত্ব হারানো ছাত্রলীগ নেতা, লাশ ফেলার হুমকি প্রাধ্যক্ষকে

রাবি প্রতিনিধি
Thumbnail image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলে অবৈধভাবে অবস্থান ও হল প্রাধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় হল প্রশাসন জরুরি সভা ডেকে অভিযুক্ত ছাত্রলীগ নেতার কক্ষটি সিলগালা করে দিয়েছে। একই সঙ্গে নগরীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। 

বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ আবাসিক হলে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার কক্ষ সিলগালা এবং জিডি করেছে হল প্রশাসন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম শামীম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নবাব আব্দুল লতিফ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৩–১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তাঁর ছাত্রত্ব নেই।

জানা যায়, গতকাল সোমবার বিকেলে শামীম হোসেনের বিরুদ্ধে হল প্রাধ্যক্ষ অভিযোগ করেন, ওই ছাত্রলীগ নেতা মোবাইল ফোনে হুমকি ও অসৌজন্যমূলক আচরণ করেছেন। পরে হল প্রশাসন জরুরি সভা ডাকে। সভার সিদ্ধান্ত অনুযায়ী সার্বিক নিরাপত্তার স্বার্থে শামীমকে আজ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কিন্তু শামীম কক্ষ ত্যাগ না করলে দুপুরে হল প্রশাসন তাঁর ২১২ নম্বর কক্ষ সিলগালা করে দেয়। বিকেলে হল প্রশাসনের পক্ষ থেকে নগরীর মতিহার থানায় জিডি করা হয়। 

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোবারক পারভেজ জিডির বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের লতিফ হল প্রশাসন একটি সাধারণ ডায়েরি করেছে।’ 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ জুন নবাব আব্দুল লতিফ হলের এক আবাসিক শিক্ষার্থীকে মাঝরাতে নির্যাতনের অভিযোগে শামীম হোসেনকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রশাসনের সেই নির্দেশ তোয়াক্কা না করে অবৈধভাবে হলে অবস্থান করতে থাকেন তিনি। এ ছাড়া আবাসিক শিক্ষার্থীকে আসন থেকে নামিয়ে দেওয়াসহ হলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। 

এ বিষয়ে জানতে চাইলে নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এএইচএম মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ নেতা শামীম হোসেনকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। তবুও সে অবৈধভাবে হলে অবস্থান করতে থাকে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী আরও বিভিন্ন অভিযোগ রয়েছে।’

বর্তমান অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রাধ্যক্ষ বলেন, ‘গতকাল শামীম আমাকে মোবাইল ফোনে হলে হলে বিশৃঙ্খলা সৃষ্টি ও দু–তিনটা লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে হল প্রশাসন তার কক্ষ সিলগালা করেছে।’ 

তবে হুমকির অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শুধু বলেছিলাম, স্যার, বিভিন্ন রুমে তালা লাগাচ্ছে কারা? চুরির ঘটনাও ঘটছে। এগুলো কারা করছে? উনি বলেছিলেন, রুমে রুমে পাহারা দেওয়ার সময় নাই। তখন আমি বলেছিলাম, কোনো ব্যবস্থা না নিলে তো হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন বড় ধরনের ঘটনাও ঘটে যেতে পারে। এটুকুই বলেছি। এ ছাড়া কোনো হুমকি দেওয়ার ঘটনা ঘটেনি।’ 
 
অবৈধভাবে হলে থাকার বিষয়ে শামীম বলেন, ‘আমি হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। ছাত্রত্ব না থাকলেও মূলত দায়িত্বের কারণে হলে থাকছি। এ ছাড়া আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটি শর্ট কোর্সে ভর্তি আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিন ছাত্রকে আটক করায় এসআই ক্লোজড, ওসির বিরুদ্ধে তদন্ত শুরু

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

থানায় হামলা করে আটকদের ছাড়িয়ে নিল ছাত্ররা, বদলির মুখে ওসি-এসআই

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

‘আমরা রিস্ক নিয়ে আওয়ামী লীগ ধরায়ে দেই, ক্রেডিট নেয় ওসি’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত