নাটোর প্রতিনিধি
নাটোর আদালতের মালখানা থেকে প্রায় ৬১ লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার, ১৯ কেজি রুপাসহ গুরুত্বপূর্ণ আলামত চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের কাছ থেকে জব্দ করা প্রায় ৩৭ লাখ টাকাও রয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে চুরির এ ঘটনা ঘটে।
চোরেরা মালখানার বিভিন্ন কক্ষের দরজা ও জানালার লোহার গ্রিল কেটে ভেতরে ঢোকে। চুরির আগে আদালতের হাজতখানা, মালখানাসহ আশপাশে থাকা সিসি ক্যামেরাগুলোর ডিভাইস খুলে নিয়ে যায় তারা।
আজ শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে নাটোরের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘সকালে আদালতে এসে দেখি, আমার কক্ষের জানালার গ্রিল ভাঙা। বিষয়টি সহকর্মীদের জানাই। পরে একে একে আরও কয়েকটি কক্ষের দরজা ও জানালার গ্রিল ভাঙা দেখতে পাই। মালখানার তালাও ভাঙা অবস্থায় ছিল। সেখানে রাখা সিংড়া থেকে উদ্ধার করা প্রায় ৩৭ লাখ টাকাও খোয়া গেছে।’
পরে আজ সন্ধ্যায় নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান সাংবাদিকদের জানান, চুরি হওয়া টাকার পরিমাণ বেড়ে ৬১ লাখ হয়েছে। এ ছাড়া স্বর্ণালংকার ১৬ ভরি ও ১৯ কেজি রুপা খোয়া গেছে।
এসপি আমজাদ হোসাইন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে আপাতত তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না। প্রাথমিকভাবে জেনেছি, মালখানায় রাখা নগদ অর্থ, স্বর্ণালংকার ও রুপার কিছু গয়না খোয়া গেছে, যা বিভিন্ন মামলার আলামত হিসেবে ছিল। সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ ডিভাইসও চুরি হওয়ায় তদন্তে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
নাটোর আদালতের মালখানা থেকে প্রায় ৬১ লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার, ১৯ কেজি রুপাসহ গুরুত্বপূর্ণ আলামত চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের কাছ থেকে জব্দ করা প্রায় ৩৭ লাখ টাকাও রয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে চুরির এ ঘটনা ঘটে।
চোরেরা মালখানার বিভিন্ন কক্ষের দরজা ও জানালার লোহার গ্রিল কেটে ভেতরে ঢোকে। চুরির আগে আদালতের হাজতখানা, মালখানাসহ আশপাশে থাকা সিসি ক্যামেরাগুলোর ডিভাইস খুলে নিয়ে যায় তারা।
আজ শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে নাটোরের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘সকালে আদালতে এসে দেখি, আমার কক্ষের জানালার গ্রিল ভাঙা। বিষয়টি সহকর্মীদের জানাই। পরে একে একে আরও কয়েকটি কক্ষের দরজা ও জানালার গ্রিল ভাঙা দেখতে পাই। মালখানার তালাও ভাঙা অবস্থায় ছিল। সেখানে রাখা সিংড়া থেকে উদ্ধার করা প্রায় ৩৭ লাখ টাকাও খোয়া গেছে।’
পরে আজ সন্ধ্যায় নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান সাংবাদিকদের জানান, চুরি হওয়া টাকার পরিমাণ বেড়ে ৬১ লাখ হয়েছে। এ ছাড়া স্বর্ণালংকার ১৬ ভরি ও ১৯ কেজি রুপা খোয়া গেছে।
এসপি আমজাদ হোসাইন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে আপাতত তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না। প্রাথমিকভাবে জেনেছি, মালখানায় রাখা নগদ অর্থ, স্বর্ণালংকার ও রুপার কিছু গয়না খোয়া গেছে, যা বিভিন্ন মামলার আলামত হিসেবে ছিল। সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ ডিভাইসও চুরি হওয়ায় তদন্তে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। যার কোনোটিই বাস্তবায়ন হয়নি। সর্বশেষ বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে ‘একক বাস কোম্পানি’ হিসেবে নগর পরিবহন চালু করেছিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। কিন্তু এই সেবাও সড়কে দীর্ঘস্থায়ী হচ্ছে না। এক রুট চালু হচ্ছে তো,
২ ঘণ্টা আগেসাতক্ষীরায় বাগদা চিংড়ির ঘেরে মড়ক লেগেছে। এতে দিশেহারা চাষিরা। বছরের শুরুতে মড়ক লাগায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মাছ মরার অভিযোগ উঠলেও মৎস্য বিভাগের দাবি, ঘেরে পানি কমে যাওয়ায় দাবদাহে মরে যাচ্ছে মাছ।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে পদে পদে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নামজারি, নাম সংশোধনসহ ভূমি-সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে পকেট কাটা হচ্ছে সেবাপ্রার্থীদের। এই ঘুষ-বাণিজ্যের হোতা ভূমি অফিসের সার্ভেয়ার মিরাজ হোসেন, সায়রাত সহকারী আব্দুল
৩ ঘণ্টা আগেথেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। দেয়াঙ পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী—দুই উপজেলার গ্রামবাসী। ৭ বছর ধরে বন্য হাতির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। তবে গতকাল রোববার ভোরে হাতিগুলো নিজেরাই বাঁশখালীর বনে ফিরে গেছে বলে দাবি করেছে বন বিভাগ।
৩ ঘণ্টা আগে