Ajker Patrika

জয়পুরহাটে ব্যবসায়ী বাবু হত্যায় ১১ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ব্যবসায়ী বাবু হত্যায় ১১ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে ব্যবসায়ী আলী হাসান বাবু হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দু বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বুধবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্তরা হলেন—দিনাজপুর জেলার গোড়াঘাট উপজেলার রূপসীপাড়ার নজিবর রহমানের ছেলে আসাদুল, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামের হাসানের ছেলে মজিবর রহমান, একই উপজেলার পাইকড় দরিয়া গ্রামের ছলিমুদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন, গোবিন্দপুর গ্রামের ফুলমিয়ার ছেলে আব্দুল হান্নান, একই গ্রামের মজিবর রহমানের ছেলে আনিছুর রহমান, জোরা তেলখোর খাসপাড়া গ্রামের মৃত হেমায়েত ফকিরের ছেলে মো. কালাম। 

বাকিরা হলেন—রেজাউলের ছেলে খায়রুল ইসলাম, শিয়ারা গোবিন্দপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে মো. বাবু, জোরা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মো. সোহেল, গোড়াঘাট উপজেলার রূপসী পাড়ার মোজাহার আলীর ছেলে মোর্শেদুল হাসান মশিউর ও জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর ধোপাপাড়া গ্রামের মোজাম উদ্দিনের ছেলে মো. আজিজুল। 

এদের মধ্যে রায় ঘোষণার সময় মোর্শেদুল হাসান মশিউর ও মো. আজিজুল নামের দুজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। 

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মো. বদরুল ইসলাম হোদা। 

আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার কাঁকড়া গ্রামের আলী হাসান বাবু একটি কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষকতা করতেন। এর পাশাপাশি পাইকরদরিয়া গ্রামে তিনি স্টকের ব্যবসা করতেন। ২০০৯ সালের ১৭ জুন রাতে তিনি ব্যবসায়িক কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। পথে পাঁচবিবি উপজেলার কাঁকড়া ব্রিজ এলাকায় পৌঁছালে, ব্যবসার টাকা আত্মসাতের উদ্দেশ্যে আসামিরা তাঁকে হত্যা করেন। এরপর তাঁর লাশ এবং মোটরসাইকেল নিকটবর্তী একটি নদীতে ফেলে দিয়ে আসামিরা পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ এবং তাঁর মোটরসাইকেল উদ্ধার করে পুলিশকে খবর দেন। 

এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই আবু বক্কর বাদী হয়ে জয়পুরহাটের পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে এবং এই হত্যাকাণ্ডের ১৫ বছর পর, আদালত আজ বুধবার এ রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত