জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ব্যবসায়ী আলী হাসান বাবু হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দু বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—দিনাজপুর জেলার গোড়াঘাট উপজেলার রূপসীপাড়ার নজিবর রহমানের ছেলে আসাদুল, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামের হাসানের ছেলে মজিবর রহমান, একই উপজেলার পাইকড় দরিয়া গ্রামের ছলিমুদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন, গোবিন্দপুর গ্রামের ফুলমিয়ার ছেলে আব্দুল হান্নান, একই গ্রামের মজিবর রহমানের ছেলে আনিছুর রহমান, জোরা তেলখোর খাসপাড়া গ্রামের মৃত হেমায়েত ফকিরের ছেলে মো. কালাম।
বাকিরা হলেন—রেজাউলের ছেলে খায়রুল ইসলাম, শিয়ারা গোবিন্দপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে মো. বাবু, জোরা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মো. সোহেল, গোড়াঘাট উপজেলার রূপসী পাড়ার মোজাহার আলীর ছেলে মোর্শেদুল হাসান মশিউর ও জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর ধোপাপাড়া গ্রামের মোজাম উদ্দিনের ছেলে মো. আজিজুল।
এদের মধ্যে রায় ঘোষণার সময় মোর্শেদুল হাসান মশিউর ও মো. আজিজুল নামের দুজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মো. বদরুল ইসলাম হোদা।
আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার কাঁকড়া গ্রামের আলী হাসান বাবু একটি কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষকতা করতেন। এর পাশাপাশি পাইকরদরিয়া গ্রামে তিনি স্টকের ব্যবসা করতেন। ২০০৯ সালের ১৭ জুন রাতে তিনি ব্যবসায়িক কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। পথে পাঁচবিবি উপজেলার কাঁকড়া ব্রিজ এলাকায় পৌঁছালে, ব্যবসার টাকা আত্মসাতের উদ্দেশ্যে আসামিরা তাঁকে হত্যা করেন। এরপর তাঁর লাশ এবং মোটরসাইকেল নিকটবর্তী একটি নদীতে ফেলে দিয়ে আসামিরা পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ এবং তাঁর মোটরসাইকেল উদ্ধার করে পুলিশকে খবর দেন।
এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই আবু বক্কর বাদী হয়ে জয়পুরহাটের পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে এবং এই হত্যাকাণ্ডের ১৫ বছর পর, আদালত আজ বুধবার এ রায় ঘোষণা করেন।
জয়পুরহাটে ব্যবসায়ী আলী হাসান বাবু হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দু বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—দিনাজপুর জেলার গোড়াঘাট উপজেলার রূপসীপাড়ার নজিবর রহমানের ছেলে আসাদুল, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামের হাসানের ছেলে মজিবর রহমান, একই উপজেলার পাইকড় দরিয়া গ্রামের ছলিমুদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন, গোবিন্দপুর গ্রামের ফুলমিয়ার ছেলে আব্দুল হান্নান, একই গ্রামের মজিবর রহমানের ছেলে আনিছুর রহমান, জোরা তেলখোর খাসপাড়া গ্রামের মৃত হেমায়েত ফকিরের ছেলে মো. কালাম।
বাকিরা হলেন—রেজাউলের ছেলে খায়রুল ইসলাম, শিয়ারা গোবিন্দপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে মো. বাবু, জোরা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মো. সোহেল, গোড়াঘাট উপজেলার রূপসী পাড়ার মোজাহার আলীর ছেলে মোর্শেদুল হাসান মশিউর ও জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর ধোপাপাড়া গ্রামের মোজাম উদ্দিনের ছেলে মো. আজিজুল।
এদের মধ্যে রায় ঘোষণার সময় মোর্শেদুল হাসান মশিউর ও মো. আজিজুল নামের দুজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মো. বদরুল ইসলাম হোদা।
আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার কাঁকড়া গ্রামের আলী হাসান বাবু একটি কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষকতা করতেন। এর পাশাপাশি পাইকরদরিয়া গ্রামে তিনি স্টকের ব্যবসা করতেন। ২০০৯ সালের ১৭ জুন রাতে তিনি ব্যবসায়িক কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। পথে পাঁচবিবি উপজেলার কাঁকড়া ব্রিজ এলাকায় পৌঁছালে, ব্যবসার টাকা আত্মসাতের উদ্দেশ্যে আসামিরা তাঁকে হত্যা করেন। এরপর তাঁর লাশ এবং মোটরসাইকেল নিকটবর্তী একটি নদীতে ফেলে দিয়ে আসামিরা পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ এবং তাঁর মোটরসাইকেল উদ্ধার করে পুলিশকে খবর দেন।
এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই আবু বক্কর বাদী হয়ে জয়পুরহাটের পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে এবং এই হত্যাকাণ্ডের ১৫ বছর পর, আদালত আজ বুধবার এ রায় ঘোষণা করেন।
হায়দার আলী ভবনের সামনে হাজারো মানুষ, তিন পাশে শিক্ষার্থীদের মানবদেয়াল। দূর থেকে হাজার চোখ উঁকি দিচ্ছে ভবনের দিকে। প্রশিক্ষণ বিমানের আঘাতে এফোঁড়-ওফোঁড় হওয়া ভবনের বিশাল জায়গাজুড়ে দেয়ালে ক্ষত। মেঝের নিচে বিশাল গর্ত। সেই গর্তে জমে রয়েছে পানি। ভবনটির সামনে ছড়ানো-ছিটানো শিক্ষার্থীদের পোড়া বই, লেখা...
১ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রশিক্ষণে নিরাপত্তাঝুঁকি এড়াতে ঢাকার বাইরের এয়ারফিল্ডগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, ঢাকার বাইরে পড়ে থাকা ছয়টি এয়ারফিল্ড সামরিক প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হলে...
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে আহত ও নিহতদের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ও মৃতদের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট ৬৭ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ২৯ জন মৃত্যুবরণ করেছেন।
১ ঘণ্টা আগে২০২০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদীটি খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হয়। কিন্তু এখন আবার সেই নদীতেই চলছে বেপরোয়া বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, টোক ইউনিয়ন বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক কিরণ, মনোহরদী আওয়ামী লীগ নেতা কাজল মৃধা এবং যুবদল নেতা জহিরুল ইসলাম মিলে অন্তত ৩০–৩৫ জন প্রভাবশালীকে...
১ ঘণ্টা আগে