Ajker Patrika

প্রথম আলোর পক্ষে বিবৃতি দেওয়া পেশাগত আওতাবহির্ভূত: রাবির প্রগতিশীল শিক্ষক সমাজ

রাবি প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৭: ৫৩
Thumbnail image

সম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে উদ্দেশ্যমূলক উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। একই সঙ্গে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন মহল ও বিদেশি মিশনের বিবৃতিকে ‘পেশাগত আওতাবহির্ভূত’ বলে মনে করেন এই শিক্ষকেরা। 

আজ রোববার বিকেলে সংগঠনের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। প্রথম আলোর এই সংবাদ দেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে বলে তিনি মনে করেন। 

এ ব্যাপারে সংগঠনের সদস্য বাংলা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, ‘সংগঠনের সব সদস্যকে নিয়ে আমাদের অনলাইনে একটি সভা হয়। সেই সভায় সর্বসম্মতিক্রমে বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ এবং বিবৃতির একটি ড্রাফট করা হয়।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন সংস্করণে একটি শিশুর ছবির সঙ্গে ভিন্ন একজনের বক্তব্য সংযোজন করে ফটোকার্ডের মাধ্যমে অত্যন্ত সুকৌশলে জনগণকে বিভ্রান্ত করে দেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত দুঃখজনক। প্রচারিত ছবি ও বক্তব্যের অসামঞ্জস্যতা সাংবাদিকতার নৈতিকতা পরিপন্থী ও মূলধারার সংবাদপত্রের কাছ থেকে কখনো কাম্য নয়। পরবর্তী সময়ে প্রকাশিত সংবাদের বিষয়ে ভুল স্বীকার করা হয় এবং ভুলের ব্যাখ্যা দেওয়া হয়। কিন্তু মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উদ্দেশ্যমূলকভাবে সংবাদটি প্রকাশিত হয়েছিল বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। প্রথম আলো পত্রিকার এরূপ উদ্দেশ্যমূলক সাংবাদিকতার ফলে সৃষ্ট পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে। 

বিবৃতিতে আরও বলা হয়, এটা অস্বীকার করার উপায় নেই যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বিভিন্ন দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশেও পড়েছে। তবে বর্তমান সরকার ইতিমধ্যে বাজার নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বৈশ্বিক পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকতে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সরকারপ্রধান হিসেবে জনগণের প্রতি এই ধরনের আহ্বান জানানো সাম্প্রতিক বিশ্বে বিরল।

দেশ যখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে, ঠিক তখনই দেশি-বিদেশি একটি সংঘবদ্ধ চক্র দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিষবাষ্প ছড়িয়ে নিজেদের স্বার্থ রক্ষা, গণতন্ত্রের বিকাশকে বাধাগ্রস্ত করা এবং বাংলাদেশের অগ্রগতিতে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে। স্বাধীন সার্বভৌম দেশে সুনির্দিষ্ট আইনে সংক্ষুব্ধ ব্যক্তির মামলায় আইন তার নিজস্ব গতিতে চলবে, এমনটাই স্বাভাবিক। কিন্তু সেটি না করে দেশের বিভিন্ন মহল এবং বেশ কয়েকটি বিদেশি মিশনের যৌথ বিবৃতি তাদের পেশাগত আওতাবহির্ভূত বলে আমরা মনে করি। স্বাধীনতা ও জাতীয় দিবসের মতো দিনে যারা নিজ দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের এরূপ হীন চেষ্টা চালায়, তাদের মধ্যে বিন্দুমাত্র দেশপ্রেম আছে বলে মনে করি না। আন্তর্জাতিক একটি চক্র ও তাদের মদদপুষ্ট গণমাধ্যমের এই ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

সামনে জাতীয় সংসদ নির্বাচন। একটি গণতান্ত্রিক সরকারব্যবস্থার অধীন সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক অগ্রগতি রাখার বিরুদ্ধে যে অপচেষ্টা চলছে, ২৬ মার্চ প্রকাশিত প্রতিবেদন সেই ষড়যন্ত্রের অংশ বলে মনে করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ হলো ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থী শিক্ষককের একটি সংগঠন। এ সংগঠনের সদস্য ৪৫৭ জন। গত ফেব্রুয়ারি সংগঠনের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।

২১ সদস্যের স্টিয়ারিং কমিটির বাকি সদস্যরা হলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. রবিউল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. জাহানুর রহমান, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহা. রেজাউল করিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. বাবুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এ এইচ এম কামরুল আহসান, আইন বিভাগের অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শাহরিয়ার জামান, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সালাহ্ উদ্দিন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান, দর্শন বিভাগের অধ্যাপক মো. রোকনুজ্জামান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ, ফার্মাসি বিভাগের অধ্যাপক মীর ইবনে ওয়াহিদ, বাংলা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান খান, গণিত বিভাগের অধ্যাপক নাসিমা আখতার, ইতিহাস বিভাগের অধ্যাপক শায়খুল ইসলাম মামুন জিয়াদ, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক বিশ্বনাথ শিকদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস. এম. এক্সাম উল্লাহ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মো. এনায়েত হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত