Ajker Patrika

রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনের শপথ, পাবনায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

পাবনা প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৯: ৪০
রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনের শপথ, পাবনায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ গ্রহণ করার পর তাঁর নিজ জেলা পাবনায় দোয়া, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বড় পর্দায় রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হয়। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরই জেলা আওয়ামী লীগের কার্যালয়ে রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ করা হয়। পরে একটি আনন্দ মিছিল বের করেন আওয়ামী লীগের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজসহ অনেকে।

রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ গ্রহণ করার পর পাবনায় মিষ্টি বিতরণনতুন রাষ্ট্রপতির কাছে পাবনাবাসীর প্রত্যাশা তাঁর নিজ জেলা পাবনার আর্থসামাজিক উন্নয়নেও তিনি ভূমিকা রাখবেন।

নাট্যব্যক্তিত্ব আব্দুল হান্নান শেলী বলেন, ‘নতুন রাষ্ট্রপতি পাবনার কৃতী সন্তান হলেও এখন তিনি সারা দেশের। তারপরও তাঁর কাছে পাবনাবাসীর অনেক প্রত্যাশা। পাবনার নতুন রেললাইনকে ঢাকার সঙ্গে সংযুক্ত করে দুটি ট্রেন চালুর দাবি জানাই।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, ‘রাষ্ট্রপতিকে ঘিরে নতুন একটা আশার সঞ্চার হয়েছে। আশা করি, তাঁর মাধ্যমে আমরা পাবনার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত