Ajker Patrika

‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে যুবকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ২০: ২৮
Thumbnail image

নাটোরের বাগাতিপাড়ায় ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে রফিকুল ইসলাম লিটন (৩৪) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের স্যানালপাড়া গ্রামে।  

স্থানীয় ও পরিবার জানায়, লিটনের সঙ্গে তাঁর স্ত্রীর বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। গত সোমবার রাতে সে একসঙ্গে পাঁচটি ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে ফেলে। পরে খারাপ লাগলে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। তখন পরিবারের সদস্যরা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘গ্যাস ট্যাবলেট খেয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে কিনা এ বিষয়ে জানা নেই। তবে পরিবারের ওপর অভিমানে অথবা বিষণ্নতায় সে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত