পাবনা প্রতিনিধি
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে পেঁয়াজের উৎপাদনশীলতা বেশি। স্বাভাবিকভাবেই মানুষের প্রশ্ন, পেঁয়াজের দাম অস্বাভাবিক কেন? পেঁয়াজ নিয়ে রাজনীতি কেন হয়? সামনে ঈদ, ঈদের আগেই পেঁয়াজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেন।
আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘কয়েক বছর ধরে চেষ্টা করছি পেঁয়াজের দাম নাগালের মধ্যে রাখার। পেঁয়াজ সংরক্ষণ করতে না পারার কারণে পচে নষ্ট হয়। ঘরে রাখতে না পারায় কৃষক দ্রুত পেঁয়াজ বিক্রি করে দিতে বাধ্য হন। তাঁদের হাতে আর কোনো পেঁয়াজ থাকে না। পরে আবার এর দাম বেড়ে যায়।’
আজ মঙ্গলবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার উদয়পুর গ্রামে দুই কৃষকের বাড়িতে আধুনিক প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ সংরক্ষণের প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি। এ জন্য পরীক্ষামূলকভাবে ফরিদপুর, রাজবাড়ী, ভোলা, পাবনাসহ বিভিন্ন জেলায় ৬০টি করে পেঁয়াজ সংরক্ষণের গোডাউন ঘর নির্মাণ করে দিয়েছি।’
এরপর কৃষিমন্ত্রী জেলার সাঁথিয়া উপজেলার বনগ্রাম পূর্বপাড়া গ্রামে যান। সেখানে ড্যামের নির্মিত পেঁয়াজ-রসুন সংরক্ষণের মডেল সংরক্ষণাগার উদ্বোধন করেন ও আলোচনা সভায় অংশ নেন।
সেখান থেকে জেলার সদর উপজেলার জালালপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের জমিতে ব্রি-৮৯ জাতের বোরো ধান কম্বাইন্ড হারভেস্টের মাধ্যমে শস্য কাটার উৎসবে অংশ নেন কৃষিমন্ত্রী।
এ সময় সমন্বিত ব্যবস্থার মাধ্যমে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষকের মধ্যে ভর্তুকিমূল্যে একটি কম্বাইন্ড হারভেস্টর বিতরণ করেন মন্ত্রী। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে ‘বিনা উদ্ভাবিত জনপ্রিয় জাতসমূহের পরিচিতি এবং বিদ্যমান শস্য-বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক কর্মশালায় অংশ নেন কৃষিমন্ত্রী।
এসব অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে পেঁয়াজের উৎপাদনশীলতা বেশি। স্বাভাবিকভাবেই মানুষের প্রশ্ন, পেঁয়াজের দাম অস্বাভাবিক কেন? পেঁয়াজ নিয়ে রাজনীতি কেন হয়? সামনে ঈদ, ঈদের আগেই পেঁয়াজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেন।
আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘কয়েক বছর ধরে চেষ্টা করছি পেঁয়াজের দাম নাগালের মধ্যে রাখার। পেঁয়াজ সংরক্ষণ করতে না পারার কারণে পচে নষ্ট হয়। ঘরে রাখতে না পারায় কৃষক দ্রুত পেঁয়াজ বিক্রি করে দিতে বাধ্য হন। তাঁদের হাতে আর কোনো পেঁয়াজ থাকে না। পরে আবার এর দাম বেড়ে যায়।’
আজ মঙ্গলবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার উদয়পুর গ্রামে দুই কৃষকের বাড়িতে আধুনিক প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ সংরক্ষণের প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি। এ জন্য পরীক্ষামূলকভাবে ফরিদপুর, রাজবাড়ী, ভোলা, পাবনাসহ বিভিন্ন জেলায় ৬০টি করে পেঁয়াজ সংরক্ষণের গোডাউন ঘর নির্মাণ করে দিয়েছি।’
এরপর কৃষিমন্ত্রী জেলার সাঁথিয়া উপজেলার বনগ্রাম পূর্বপাড়া গ্রামে যান। সেখানে ড্যামের নির্মিত পেঁয়াজ-রসুন সংরক্ষণের মডেল সংরক্ষণাগার উদ্বোধন করেন ও আলোচনা সভায় অংশ নেন।
সেখান থেকে জেলার সদর উপজেলার জালালপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের জমিতে ব্রি-৮৯ জাতের বোরো ধান কম্বাইন্ড হারভেস্টের মাধ্যমে শস্য কাটার উৎসবে অংশ নেন কৃষিমন্ত্রী।
এ সময় সমন্বিত ব্যবস্থার মাধ্যমে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষকের মধ্যে ভর্তুকিমূল্যে একটি কম্বাইন্ড হারভেস্টর বিতরণ করেন মন্ত্রী। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে ‘বিনা উদ্ভাবিত জনপ্রিয় জাতসমূহের পরিচিতি এবং বিদ্যমান শস্য-বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক কর্মশালায় অংশ নেন কৃষিমন্ত্রী।
এসব অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। তিনি ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন দিয়েছেন। এ দেশে বাহিনী ছাড়া সিভিলিয়ানরা...
১৭ মিনিট আগেচলছে শ্রাবণ মাস। বর্ষা মৌসুম। এই সময়ে টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে মাঠঘাট আর আকাশে মেঘের ঘনঘটা—এমন চিত্রই আমাদের কাছে চিরচেনা। কিন্তু উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে আজ বুধবার একদমই অন্য রকম সকালের চিত্র দেখা গেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখা গেল—চারদিক কুয়াশায় ঢাকা। ঘাসে ঘাসে শিশির, রাস্তায় ঝাপসা আলো, যেন শীতকাল
২৭ মিনিট আগেনিহতের সহকর্মী ওবায়দুর রহমান জানান, আতিকুর রহমান কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন। বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে। রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় একটি মেসে থাকতেন। তাঁর স্ত্রী ও তিন সন্তান গ্রামে থাকেন।
৩৩ মিনিট আগেডেমরা থানার উপপরিদর্শক (এসআই) কাকন মিয়া বলেন, ‘সকালে ডেমরার শাপলা চত্বর এলাকায় এক তরুণ গণপিটুনির শিকার হয়েছে বলে খবর পাই। পরে সেখানে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
৪২ মিনিট আগে