Ajker Patrika

উঠানে তরকারি কাটছিলেন মা, বঁটির ওপর পড়ে শিশুর মৃত্যু 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৮: ৫৭
উঠানে তরকারি কাটছিলেন মা, বঁটির ওপর পড়ে শিশুর মৃত্যু 

বগুড়ার কাহালুতে খেলতে গিয়ে বঁটির ওপর পড়ে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাঘাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রাহি মনি (৭) ওই গ্রামের আব্দুর রহিমের মেয়ে। 

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুর মা আমেনা বেগম বাড়ির উঠানে বসে বঁটিতে তরকারি কাটছিলেন। শিশুটি উঠানে খেলাধুলা করার সময় দৌড়ে বঁটির ওপর পড়ে যায়। এতে বটির সামনের অংশ শিশুটির বুকে ঢুকে যায়। তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, নিহত শিশুর পরিবারের কারও কোনো অভিযোগ নাই। এটি একটি দুর্ঘটনা। আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত