নাটোর প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘দেশের অনেক মাদ্রাসা সরকারের দেওয়া লবণ ও কোরবানির পশুর চামড়া আলাদা বিক্রি করেছে।’
আজ মঙ্গলবার দুপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়া মোকাম নাটোরের চক বৈদ্যনাথ পরিদর্শন শেষে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘সরকার প্রথমবারের মতো চামড়া সংরক্ষণে বিনা মূল্যে লবণ বিতরণ করেছে। সরকারকে লবণ ব্যবসায়ীদের স্বার্থও দেখতে হয়েছে। ভবিষ্যতে এই কার্যক্রমের অব্যবস্থাগুলো চিহ্নিত করা হবে।’
বশিরউদ্দীন বলেন, ‘গত ১০ বছরের মধ্যে চামড়ার দাম এ বছর সর্বোচ্চ। গরমের কারণে সংরক্ষণে সমস্যা হওয়ায় এ বছর চামড়া পচে নষ্ট হয়েছে। এ ছাড়া মৌসুমি ব্যবসায়ীদের অদূরদর্শিতা ও জ্ঞানের অভাবের কারণে চামড়া কেনাবেচায় তাঁরা ধাক্কা খেয়েছেন।’
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চামড়াশিল্পে এতিমখানা ও মাদ্রাসাগুলোর যাতে স্বার্থরক্ষা হয়, সে ব্যাপারে সরকার কাজ করছে। সবাই যাতে চামড়ার সঠিক মূল্য পেতে পারেন, সে জন্য সারা দেশে সাড়ে ৭ লাখ টন লবণ বিতরণ করা হয়েছে। সরকার লবণ ছাড়া চামড়ার দাম নির্ধারণ করে না। অনেক মাদ্রাসা লবণ ছাড়া চামড়া দিয়েছে। অনেক মৌসুমি ব্যবসায়ীর এ সম্পর্কে ধারণা না থাকায় তাঁরা চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি।’
এ সময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি সায়দার খান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘দেশের অনেক মাদ্রাসা সরকারের দেওয়া লবণ ও কোরবানির পশুর চামড়া আলাদা বিক্রি করেছে।’
আজ মঙ্গলবার দুপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়া মোকাম নাটোরের চক বৈদ্যনাথ পরিদর্শন শেষে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘সরকার প্রথমবারের মতো চামড়া সংরক্ষণে বিনা মূল্যে লবণ বিতরণ করেছে। সরকারকে লবণ ব্যবসায়ীদের স্বার্থও দেখতে হয়েছে। ভবিষ্যতে এই কার্যক্রমের অব্যবস্থাগুলো চিহ্নিত করা হবে।’
বশিরউদ্দীন বলেন, ‘গত ১০ বছরের মধ্যে চামড়ার দাম এ বছর সর্বোচ্চ। গরমের কারণে সংরক্ষণে সমস্যা হওয়ায় এ বছর চামড়া পচে নষ্ট হয়েছে। এ ছাড়া মৌসুমি ব্যবসায়ীদের অদূরদর্শিতা ও জ্ঞানের অভাবের কারণে চামড়া কেনাবেচায় তাঁরা ধাক্কা খেয়েছেন।’
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চামড়াশিল্পে এতিমখানা ও মাদ্রাসাগুলোর যাতে স্বার্থরক্ষা হয়, সে ব্যাপারে সরকার কাজ করছে। সবাই যাতে চামড়ার সঠিক মূল্য পেতে পারেন, সে জন্য সারা দেশে সাড়ে ৭ লাখ টন লবণ বিতরণ করা হয়েছে। সরকার লবণ ছাড়া চামড়ার দাম নির্ধারণ করে না। অনেক মাদ্রাসা লবণ ছাড়া চামড়া দিয়েছে। অনেক মৌসুমি ব্যবসায়ীর এ সম্পর্কে ধারণা না থাকায় তাঁরা চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি।’
এ সময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি সায়দার খান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকেই উত্তপ্ত গোপালগঞ্জ। পুলিশের গাড়িতে হামলার পর অগ্নিসংযোগ, ইউএনওর গাড়িতে হামলা, এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর এবং পরে পদযাত্রায় নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
৮ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের পর পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরের পর এ ঘটনা ঘটে। পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ অবস্থায় গোপালগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আশ্রয় নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
৯ মিনিট আগেকক্সবাজারে বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে রাইয়ান নূর আবু সামি (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে সৈকতের কবিতা চত্ত্বর পয়েন্টে এ ঘটনা ঘটেছে। সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।
৩০ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
৩৭ মিনিট আগে