রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদের সাত শিক্ষক, একজন গবেষক ও ২২৬ জন কৃতী শিক্ষার্থী মোট ২৩৪ জনকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
২০১৫ থেকে ২০২০ সালের বিভিন্ন বর্ষের পরীক্ষায় ৩.৭৫ বা তদূর্ধ্ব ফল অর্জনকারী শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ে গবেষণায় অবদানের জন্য ২০২২ সালে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. খাইরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক উৎপলানন্দ চৌধুরী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ খালেদ মোস্তাক।
২০২৩ সালের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. ইব্রাহীম হোসেন মণ্ডল এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মির্জা হুমায়ূন কবীর রুবেল। পিএইচডি গবেষক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক মো. জহিরুল ইসলামও অ্যাওয়ার্ড পেয়েছেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৮ জন এবং (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৪ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ছয়জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২০ জন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ১১ জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৪২ জন, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৯ জন এবং (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৯ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ১৮ জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৩৫ জন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের চারজন।
অনুষ্ঠানে সম্প্রতি অবসরপ্রাপ্ত ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. সাহিদুর রহমান, অধ্যাপক সি এম মোস্তফা এবং অধ্যাপক দিল আফরোজ বেগমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু জাফর মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক। এ ছাড়া প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদের সাত শিক্ষক, একজন গবেষক ও ২২৬ জন কৃতী শিক্ষার্থী মোট ২৩৪ জনকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
২০১৫ থেকে ২০২০ সালের বিভিন্ন বর্ষের পরীক্ষায় ৩.৭৫ বা তদূর্ধ্ব ফল অর্জনকারী শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ে গবেষণায় অবদানের জন্য ২০২২ সালে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. খাইরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক উৎপলানন্দ চৌধুরী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ খালেদ মোস্তাক।
২০২৩ সালের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. ইব্রাহীম হোসেন মণ্ডল এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মির্জা হুমায়ূন কবীর রুবেল। পিএইচডি গবেষক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক মো. জহিরুল ইসলামও অ্যাওয়ার্ড পেয়েছেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৮ জন এবং (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৪ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ছয়জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২০ জন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ১১ জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৪২ জন, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৯ জন এবং (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৯ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ১৮ জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৩৫ জন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের চারজন।
অনুষ্ঠানে সম্প্রতি অবসরপ্রাপ্ত ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. সাহিদুর রহমান, অধ্যাপক সি এম মোস্তফা এবং অধ্যাপক দিল আফরোজ বেগমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু জাফর মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক। এ ছাড়া প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা ‘আদালতের রায় বাস্তবায়নে অবিলম্বে শপথ চাই’ এবং ‘শপথ পাঠে গড়িমসি, মানি না মানব না’ ইত্যাদি স্লোগানের প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপরও কেন তাঁকে এখনো শপথ করানো হয়নি?
২৬ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরে হারিছ চৌধুরী বাজারের পাশে হাবুর খাল দখল করে গড়ে তোলা ২৬টি অবৈধ স্থাপনা ও দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
২৯ মিনিট আগেএকদিকে তীব্র গরম, অন্যদিকে বৃষ্টি না হওয়ায় কাপ্তাই লেকের পানির স্তর ক্রমে নিচে নেমে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাঙামাটির কাপ্তাইয়ে পানিনির্ভর কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রে পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র একটি ইউনিট দিয়ে কোনোমতে বিদ্যুৎ উৎপাদন চালু রাখা হয়েছে।
৩৭ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডে মিষ্টির দোকান পুড়ে গেছে। আজ বুধবার সকালে রাঙামাটি মহাসড়কের ইছাপুর ফয়জিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৬০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক মো. সাইফুল। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আগুনে একেবারে নিঃস্ব হয়ে গেলাম।
৪০ মিনিট আগে