নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব বলেন, ‘আওয়ামী লীগ এমন কোনো অপরাধ বাকি রাখে নাই যা তারা এই বাংলার জমিনে করেনি। তারা ক্ষমতার অপব্যবহার করে এই বাংলার বুকের ওপর ১৬টা বছর এ দেশের মানুষকে ভারতীয় বাহিনী দ্বারা শাসন করেছে। রাজধানী ঢাকাকে তারা দিল্লিতে পরিণত করেছে। হাজার হাজার প্রাণের বিনিময়ে আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন স্বাধীন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না।’
তিনি বলেন, ‘৭১ পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের পতনের পর তারা বিভিন্ন ছলে-বলে কৌশলে ক্ষমতায় এসে হত্যার রাজনীতি শুরু করে এবং এ দেশের মানুষকে ভারতের গোলাম হিসেবে পরিণত করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কোনো যুক্তি আছে বলে আমরা মনে করি না। আমরা চাই না আওয়ামী লীগ দ্বিতীয়বার আবারও ফ্যাসিবাদ কায়েম করুক। এ দেশে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তা অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করার কেউ না, তা ঠিক করবে জুলাই অভ্যুত্থানে হাজারো নিহতের পরিবার। যারা হাসপাতালের বিছানায় আহত অবস্থায় শুয়ে আছে তারা ঠিক করবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করবে কি করবে না।’
আরেক সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জুলাই থেকেই জানানো হচ্ছে। সর্বশেষে ফ্যাসিবাদী কাঠামোর অন্যতম অংশীদার আব্দুল হামিদ খানকে সেইভ এক্সিট দেওয়া হয়েছে। আমরা মনে করছি এর সঙ্গে উপদেষ্টারাও জড়িত আছেন। ইউনুস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জুলাই অভ্যুত্থানে হাজারো শহীদদের সঙ্গে বেইমানি করলে তারা জাতীয় গাদ্দার হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় বিশ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।
আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব বলেন, ‘আওয়ামী লীগ এমন কোনো অপরাধ বাকি রাখে নাই যা তারা এই বাংলার জমিনে করেনি। তারা ক্ষমতার অপব্যবহার করে এই বাংলার বুকের ওপর ১৬টা বছর এ দেশের মানুষকে ভারতীয় বাহিনী দ্বারা শাসন করেছে। রাজধানী ঢাকাকে তারা দিল্লিতে পরিণত করেছে। হাজার হাজার প্রাণের বিনিময়ে আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন স্বাধীন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না।’
তিনি বলেন, ‘৭১ পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের পতনের পর তারা বিভিন্ন ছলে-বলে কৌশলে ক্ষমতায় এসে হত্যার রাজনীতি শুরু করে এবং এ দেশের মানুষকে ভারতের গোলাম হিসেবে পরিণত করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কোনো যুক্তি আছে বলে আমরা মনে করি না। আমরা চাই না আওয়ামী লীগ দ্বিতীয়বার আবারও ফ্যাসিবাদ কায়েম করুক। এ দেশে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তা অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করার কেউ না, তা ঠিক করবে জুলাই অভ্যুত্থানে হাজারো নিহতের পরিবার। যারা হাসপাতালের বিছানায় আহত অবস্থায় শুয়ে আছে তারা ঠিক করবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করবে কি করবে না।’
আরেক সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জুলাই থেকেই জানানো হচ্ছে। সর্বশেষে ফ্যাসিবাদী কাঠামোর অন্যতম অংশীদার আব্দুল হামিদ খানকে সেইভ এক্সিট দেওয়া হয়েছে। আমরা মনে করছি এর সঙ্গে উপদেষ্টারাও জড়িত আছেন। ইউনুস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জুলাই অভ্যুত্থানে হাজারো শহীদদের সঙ্গে বেইমানি করলে তারা জাতীয় গাদ্দার হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় বিশ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসার পাশে কাজ করছিলেন মামুন। এ সময় ত্রিশাল থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কঘেঁষা মাঠে উল্টে যায় এবং মামুনকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
১ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় ওয়ার্ড যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ রোববার দুপুরে বগুড়া আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আমিরুল ইসলাম ভোলা (৪২)।
২৩ মিনিট আগেময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৮টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন বিজিবি-৩৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।
২৪ মিনিট আগেপ্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজগঞ্জের কামারখন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। রোববার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
৪৩ মিনিট আগে