Ajker Patrika

আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব বলেন, ‘আওয়ামী লীগ এমন কোনো অপরাধ বাকি রাখে নাই যা তারা এই বাংলার জমিনে করেনি। তারা ক্ষমতার অপব্যবহার করে এই বাংলার বুকের ওপর ১৬টা বছর এ দেশের মানুষকে ভারতীয় বাহিনী দ্বারা শাসন করেছে। রাজধানী ঢাকাকে তারা দিল্লিতে পরিণত করেছে। হাজার হাজার প্রাণের বিনিময়ে আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন স্বাধীন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না।’

তিনি বলেন, ‘৭১ পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের পতনের পর তারা বিভিন্ন ছলে-বলে কৌশলে ক্ষমতায় এসে হত্যার রাজনীতি শুরু করে এবং এ দেশের মানুষকে ভারতের গোলাম হিসেবে পরিণত করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কোনো যুক্তি আছে বলে আমরা মনে করি না। আমরা চাই না আওয়ামী লীগ দ্বিতীয়বার আবারও ফ্যাসিবাদ কায়েম করুক। এ দেশে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তা অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করার কেউ না, তা ঠিক করবে জুলাই অভ্যুত্থানে হাজারো নিহতের পরিবার। যারা হাসপাতালের বিছানায় আহত অবস্থায় শুয়ে আছে তারা ঠিক করবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করবে কি করবে না।’

আরেক সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জুলাই থেকেই জানানো হচ্ছে। সর্বশেষে ফ্যাসিবাদী কাঠামোর অন্যতম অংশীদার আব্দুল হামিদ খানকে সেইভ এক্সিট দেওয়া হয়েছে। আমরা মনে করছি এর সঙ্গে উপদেষ্টারাও জড়িত আছেন। ইউনুস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জুলাই অভ্যুত্থানে হাজারো শহীদদের সঙ্গে বেইমানি করলে তারা জাতীয় গাদ্দার হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় বিশ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত