শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়া শাজাহানপুর উপজেলায় দূরপাল্লার যাত্রীবাহী বাস চাঁদনী ট্রাভেলসের ধাক্কায় বগুড়া সেনানিবাসের গোয়েন্দা সংস্থা এফআই ইউনিটে কর্মরত সৈনিক শামীম আহম্মেদ (৩৯) নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা একমাত্র ছেলে রিদওয়ান (৮) আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে আছে। সে বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ২য় শ্রেণির ছাত্র।
শনিবার দিবাগত রাত ৮টা ৫ মিনিটে উপজেলার মাঝিড়া এমপি চেকপোস্টের সামনে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জামালপুর সরিষা বাড়ি উপজেলার দলভিটা গ্রামের আব্দুর রশিদের ছেলে। সেনানিবাসের বাইরে ভাড়া বাসায় থাকতেন তিনি।
বাসসহ চালক আজাদ মোস্তফা (৪০) এবং চালকের সহকারি আমিনুল ইসলাম (৩৬) কে আটক করে থানায় দিয়েছেন সেনা সদস্যরা।
প্রত্যক্ষদর্শী মাঝিড়া স্ট্যান্ডের ব্যবসায়ী আব্দুস সালাম জানান, শামীম আহম্মেদ তাঁর ছেলেকে সাইকেলে নিয়ে হেঁটে মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এ সময় বগুড়া দিক থেকে ঢাকাগামী চাঁদনী ট্রাভেলস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। ছেলে রেদওয়ান গাড়ির দুই চাকার মাঝে পড়ে যায়। সাইকেলটি বাসের সামনে আটকে যায়। আটকে যাওয়া সাইকেলসহ বাসটি একই গতিতে চলতে থাকে। এ সময় সাইকেলের সঙ্গে মহাসড়কের পাথরের ঘর্ষণে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে।
এরপর বাসটি রহিমাবাদ বি-ব্লক এলাকায় ক্যান্টনমেন্ট ফিলিং স্টেশনের সামনে দ্রুত পথ পরিবর্তন করে বগুড়া শহর দিকে ঘুরিয়ে নেয়। সে সময় দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে চলে যাওয়ার সময় সেনা সদস্যরা বাসটিকে আটক করে। সে সময় উপস্থিত লোকজনকে বাসের চালক এবং তার সহকারি জানায় দুর্ঘটনা ঘটিয়েছে তাদের কোম্পানির আরেকটি গাড়ি। তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু গাড়ির ভেতরে থাকা যাত্রীরা চালকের ওপরে চড়াও হন এবং সত্যটা জানিয়ে দেন।
নিহতের নিকট আত্মীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইফুল ইসলাম জানান, রাত পৌনে ১টার দিকে রিদওয়ানকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। লাইফ সাপোর্টে আছে।
বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাড়ি পরিদর্শক এ কে এম বানিউল আনাম আজকের পত্রিকাকে বলেন, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সৈনিক শামিম আহম্মেদ নিহত হওয়ার ঘটনায় এখনো মামলা হয়নি।
বগুড়া শাজাহানপুর উপজেলায় দূরপাল্লার যাত্রীবাহী বাস চাঁদনী ট্রাভেলসের ধাক্কায় বগুড়া সেনানিবাসের গোয়েন্দা সংস্থা এফআই ইউনিটে কর্মরত সৈনিক শামীম আহম্মেদ (৩৯) নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা একমাত্র ছেলে রিদওয়ান (৮) আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে আছে। সে বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ২য় শ্রেণির ছাত্র।
শনিবার দিবাগত রাত ৮টা ৫ মিনিটে উপজেলার মাঝিড়া এমপি চেকপোস্টের সামনে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জামালপুর সরিষা বাড়ি উপজেলার দলভিটা গ্রামের আব্দুর রশিদের ছেলে। সেনানিবাসের বাইরে ভাড়া বাসায় থাকতেন তিনি।
বাসসহ চালক আজাদ মোস্তফা (৪০) এবং চালকের সহকারি আমিনুল ইসলাম (৩৬) কে আটক করে থানায় দিয়েছেন সেনা সদস্যরা।
প্রত্যক্ষদর্শী মাঝিড়া স্ট্যান্ডের ব্যবসায়ী আব্দুস সালাম জানান, শামীম আহম্মেদ তাঁর ছেলেকে সাইকেলে নিয়ে হেঁটে মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এ সময় বগুড়া দিক থেকে ঢাকাগামী চাঁদনী ট্রাভেলস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। ছেলে রেদওয়ান গাড়ির দুই চাকার মাঝে পড়ে যায়। সাইকেলটি বাসের সামনে আটকে যায়। আটকে যাওয়া সাইকেলসহ বাসটি একই গতিতে চলতে থাকে। এ সময় সাইকেলের সঙ্গে মহাসড়কের পাথরের ঘর্ষণে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে।
এরপর বাসটি রহিমাবাদ বি-ব্লক এলাকায় ক্যান্টনমেন্ট ফিলিং স্টেশনের সামনে দ্রুত পথ পরিবর্তন করে বগুড়া শহর দিকে ঘুরিয়ে নেয়। সে সময় দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে চলে যাওয়ার সময় সেনা সদস্যরা বাসটিকে আটক করে। সে সময় উপস্থিত লোকজনকে বাসের চালক এবং তার সহকারি জানায় দুর্ঘটনা ঘটিয়েছে তাদের কোম্পানির আরেকটি গাড়ি। তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু গাড়ির ভেতরে থাকা যাত্রীরা চালকের ওপরে চড়াও হন এবং সত্যটা জানিয়ে দেন।
নিহতের নিকট আত্মীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইফুল ইসলাম জানান, রাত পৌনে ১টার দিকে রিদওয়ানকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। লাইফ সাপোর্টে আছে।
বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাড়ি পরিদর্শক এ কে এম বানিউল আনাম আজকের পত্রিকাকে বলেন, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সৈনিক শামিম আহম্মেদ নিহত হওয়ার ঘটনায় এখনো মামলা হয়নি।
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
১৮ মিনিট আগেরাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে...
২১ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪ মিনিট আগেখুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে