Ajker Patrika

ট্রেন দেখে লাফ, রেলব্রিজের পিলারের ওপর পড়ে বৃদ্ধের মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০০: ৫৭
ট্রেন দেখে লাফ, রেলব্রিজের পিলারের ওপর পড়ে বৃদ্ধের মৃত্যু

ট্রেন দেখে রেলব্রিজ থেকে লাফ দিয়ে প্রাণ হারিয়েছেন বৃদ্ধ আব্দুস সালাম (৬৫)। ব্রিজের পিলারের ওপর পড়ে গুরুতর আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে ঈশ্বরদী-ঢাকা রেলপথে ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা রেলব্রিজের ওপর এ ঘটনা ঘটে। আব্দুস সালাম উপজেলার পুইবিল গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে আব্দুস সালাম হেঁটে কৈডাঙ্গা রেলব্রিজ পার হচ্ছিলেন। এমন সময় ঢাকাগামী একটি আন্তনগর ট্রেন চলে আসে। প্রাণ বাঁচতে আব্দুস সালাম রেলব্রিজ থেকে লাফ দেন। কিন্তু নদীর পানিতে না পড়ে ব্রিজের পিলারের ওপর পড়ে যান। এতে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বিষয়টি রেলওয়ে পুলিশের। তবুও খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্বজনেরা লাশ নিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত