Ajker Patrika

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, নারী আহত

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১২: ৪৬
Thumbnail image

নওগাঁর পোরশা উপজেলায় পৃথক স্থানে মাঠে কাজ করার সময় বজ্রপাতে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রপাতে আরও একজন নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পুনর্ভবা নদের ধারে রঘুনাথপুর ও পশ্চিম দুয়ারপাল এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত দুজন হলেন উপজেলার পশ্চিম রঘুনাথপুর টেকঠা গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে নুহ শেখ (৫৫) ও পশ্চিম দুয়ারপাল ইসলামপুরের নুহুল ইসলামের ছেলে আবু সায়েম (৩৫)। আহত নারীর নাম জাহানারা বেগম (৩৮)। তিনিও পোরশা উপজেলার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন, সকাল থেকে উপজেলার বাংলাদেশ-ভারতীয় সীমান্ত এলাকায় পুনর্ভবা নদীর ধারে পাশাপাশি এলাকায় জমিতে বোরো ধান কাটছিলেন নুহ শেখ ও আবু সায়েম। এর মধ্যে নুহ শেখ রঘুনাথপুর এলাকায় এবং সায়েম পশ্চিম দুয়ারপাল এলাকায় কাজ করছিলেন। সকাল ৯টার দিকে ওই এলাকায় বৃষ্টি শুরু হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই তাঁরা মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে সেখানে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে মাঠের অন্যান্য কৃষক ও শ্রমিকেরা তাঁদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নেন। 

এদিকে বজ্রপাতের ঘটনায় ওই এলাকায় জাহানারা বেগম নামে আরও এক নারী গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে ফসলের মাঠে ওই দুই কৃষক কাজ করছিলেন। এর মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওই দুই কৃষকের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। 

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদ রেজা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত