বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় জাহিদুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাঁকফোর কালারা ব্রিজসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জাহিদুল ইসলাম কাঁকফো নতুনপাড়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। সে নাটোর সদরের পীরগঞ্জ উচ্চবিদ্যালয়ের ভকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠাবাড়িয়া এলাকায় তাঁর নানা সামাদ আলীর বাড়িতে থেকে পড়াশোনা করত। গতকাল শনিবার বেলা ৩টার দিকে প্রতিবেশী একজনকে জরুরি রক্ত দেওয়ার কথা বলে নানাবাড়ি থেকে বের হয় সে। পরে আর বাড়ি ফিরে যায়নি। আজ সকালে তার বাবার বাড়ি কাঁকফো এলাকার কৃষকেরা মাঠে কাজে যাওয়ার সময় রাস্তার ওপরে জাহিদুলকে পড়ে থাকতে দেখেন। তখন তাঁদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়।
জাহিদুলের চাচা যাফিরুল ইসলাম বলেন, ‘গত এক বছর ধরে সে নানাবাড়িতে থেকে লেখাপড়া করত। গতকাল নানাবাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। খবর পেয়ে তার মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়স্বজন ও তার বন্ধুদের মোবাইল ফোনে কল করে কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে আজ সকালে খবর পেয়ে সেখানে গিয়ে তার মরদেহ দেখতে পাই।’
এ বিষয়ে নাটোর থানার অতিরিক্ত পুলিশ সুপার মহসিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তার নাক-মুখে রক্তসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডির প্রাথমিক তদন্ত শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’
নাটোরের বাগাতিপাড়ায় জাহিদুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাঁকফোর কালারা ব্রিজসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জাহিদুল ইসলাম কাঁকফো নতুনপাড়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। সে নাটোর সদরের পীরগঞ্জ উচ্চবিদ্যালয়ের ভকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠাবাড়িয়া এলাকায় তাঁর নানা সামাদ আলীর বাড়িতে থেকে পড়াশোনা করত। গতকাল শনিবার বেলা ৩টার দিকে প্রতিবেশী একজনকে জরুরি রক্ত দেওয়ার কথা বলে নানাবাড়ি থেকে বের হয় সে। পরে আর বাড়ি ফিরে যায়নি। আজ সকালে তার বাবার বাড়ি কাঁকফো এলাকার কৃষকেরা মাঠে কাজে যাওয়ার সময় রাস্তার ওপরে জাহিদুলকে পড়ে থাকতে দেখেন। তখন তাঁদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়।
জাহিদুলের চাচা যাফিরুল ইসলাম বলেন, ‘গত এক বছর ধরে সে নানাবাড়িতে থেকে লেখাপড়া করত। গতকাল নানাবাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। খবর পেয়ে তার মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়স্বজন ও তার বন্ধুদের মোবাইল ফোনে কল করে কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে আজ সকালে খবর পেয়ে সেখানে গিয়ে তার মরদেহ দেখতে পাই।’
এ বিষয়ে নাটোর থানার অতিরিক্ত পুলিশ সুপার মহসিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তার নাক-মুখে রক্তসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডির প্রাথমিক তদন্ত শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
৯ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
১৩ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
২৫ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
৪৪ মিনিট আগে