সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
কোরবানির ঈদ সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে প্রস্তুতি। এরই মধ্যে পাবনার সাঁথিয়া উপজেলায় আলোচনায় এসেছে দুটি বিশাল আকৃতির গরু—‘কালা মানিক’ ও ‘রাজা বাবু’। উপজেলার ইকরজানা গ্রামের বাসিন্দা আনিস প্রায় তিন বছর ধরে শখের বসে লালন-পালন করছেন গরু দুটি।
ফ্রিজিয়ান ক্রস ও শাহিওয়াল ক্রস জাতের এই গরু দুটি লম্বায় ও উচ্চতায় ছয় ফুটেরও বেশি। একেকটির ওজন ৩২ মণেরও বেশি বলে জানিয়েছেন খামারি আনিস। সম্পূর্ণ দেশীয় খাদ্য—কাঁচা ঘাস, খৈল, ভুসি, খড় ও দানাদার খাবার খাওয়ানো হয় গরু দুটিকে। বিশাল আকৃতির কারণে গরুগুলোর প্রতি যেমন মানুষের কৌতূহল বেড়েছে, তেমনি তৈরি হয়েছে ব্যাপক সাড়া।
আনিস জানান, তার গরু দুটির নাম ‘কালা মানিক’ ও ‘রাজা বাবু’। এরই মধ্যে অনেকেই গরু দুটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন, তবে ৩২ লাখ টাকা দাম হাঁকালেও এখনো ন্যায্য দাম পাননি বলে বিক্রি করেননি।
স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বলেন, ‘এলাকায় এমন বড় গরু আগে কখনো দেখা যায়নি। কালা মানিক ও রাজা বাবু এখন পুরো অঞ্চলে আলোচনার কেন্দ্রে।’
তবে গরুর মালিক আনিস জানান, গত ৫ আগস্টের পর থেকে ক্রেতার সংখ্যা কমে গেছে। গোখাদ্যের দাম বাড়ার কারণে গরুর সঠিক দাম পাওয়া নিয়ে তিনি কিছুটা চিন্তিত।
গরু দুটি দেখতে প্রতিদিন ভিড় করছে আশপাশের গ্রামের উৎসুক মানুষ। এ বিষয়ে সাঁথিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম জানান, বড় আকারের গরু পালনে প্রাণিসম্পদ বিভাগ খামারিদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।
উপজেলায় এবারের কোরবানির ঈদ সামনে রেখে প্রায় ৬৭ হাজার পশু প্রস্তুত করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
কোরবানির ঈদ সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে প্রস্তুতি। এরই মধ্যে পাবনার সাঁথিয়া উপজেলায় আলোচনায় এসেছে দুটি বিশাল আকৃতির গরু—‘কালা মানিক’ ও ‘রাজা বাবু’। উপজেলার ইকরজানা গ্রামের বাসিন্দা আনিস প্রায় তিন বছর ধরে শখের বসে লালন-পালন করছেন গরু দুটি।
ফ্রিজিয়ান ক্রস ও শাহিওয়াল ক্রস জাতের এই গরু দুটি লম্বায় ও উচ্চতায় ছয় ফুটেরও বেশি। একেকটির ওজন ৩২ মণেরও বেশি বলে জানিয়েছেন খামারি আনিস। সম্পূর্ণ দেশীয় খাদ্য—কাঁচা ঘাস, খৈল, ভুসি, খড় ও দানাদার খাবার খাওয়ানো হয় গরু দুটিকে। বিশাল আকৃতির কারণে গরুগুলোর প্রতি যেমন মানুষের কৌতূহল বেড়েছে, তেমনি তৈরি হয়েছে ব্যাপক সাড়া।
আনিস জানান, তার গরু দুটির নাম ‘কালা মানিক’ ও ‘রাজা বাবু’। এরই মধ্যে অনেকেই গরু দুটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন, তবে ৩২ লাখ টাকা দাম হাঁকালেও এখনো ন্যায্য দাম পাননি বলে বিক্রি করেননি।
স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বলেন, ‘এলাকায় এমন বড় গরু আগে কখনো দেখা যায়নি। কালা মানিক ও রাজা বাবু এখন পুরো অঞ্চলে আলোচনার কেন্দ্রে।’
তবে গরুর মালিক আনিস জানান, গত ৫ আগস্টের পর থেকে ক্রেতার সংখ্যা কমে গেছে। গোখাদ্যের দাম বাড়ার কারণে গরুর সঠিক দাম পাওয়া নিয়ে তিনি কিছুটা চিন্তিত।
গরু দুটি দেখতে প্রতিদিন ভিড় করছে আশপাশের গ্রামের উৎসুক মানুষ। এ বিষয়ে সাঁথিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম জানান, বড় আকারের গরু পালনে প্রাণিসম্পদ বিভাগ খামারিদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।
উপজেলায় এবারের কোরবানির ঈদ সামনে রেখে প্রায় ৬৭ হাজার পশু প্রস্তুত করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
৪ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
৪ ঘণ্টা আগেজয়পুরহাটের কালাই উপজেলার এলজিইডির সড়ক প্রশস্তকরণ ও দৃঢ়ীকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এ প্রকল্পের কাজে নিম্নমানের উপকরণ, সঠিকভাবে সেতু (সাঁকো) নির্মাণ না করা, এমনকি তিন ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে রাস্তার সাইড ফিলিং করার অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে৫০০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের র্যাটহোল (পরিত্যক্ত সুড়ঙ্গ)। কখনো হামাগুড়ি, কখনো নুয়ে হেঁটে র্যাটহোলে ঢুকে গাঁইতি, শাবল, বেলচা দিয়ে টুকরো টুকরো কয়লা তুলে বস্তায় ভরে নিয়ে আসেন শ্রমিকেরা। ঝুঁকি নিয়ে এভাবে কয়লা সংগ্রহের সময় ঘটে দুর্ঘটনা। সীমান্তের ওপার থেকে কয়লা আনতে গিয়ে সরকারি হিসাবেই...
৪ ঘণ্টা আগে