গজারিয়া (প্রতিনিধি) মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটি বলাকী গ্রামসংলগ্ন খালে জোয়ারের পানির তোড়ে ভেসে গেছে অর্ধশতাধিক গরু। পরে মরা গরু একের পর এক ভেসে উঠছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২৩ মে) বিকেল ৪টার দিকে হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামসংলগ খালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক কোটি টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কয়েকজন জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, কৃষক মহসিনের চারটি, নাহিদের তিন, ইয়ানূরের তিন, এমার দুই, মাসুমের এক, আবুল হোসেনের তিন, শাহজালালের তিন, কবির হোসেন খানের তিন, শরিফ হোসেনের তিন, তরিকুল ইসলামের দুটিসহ অর্ধশতাধিক গরু পানির তোড়ে ভেসে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শ্যামল খান বলেন, ‘আজকের দিনটি আমাদের গ্রামবাসীর জন্য দুঃখের দিন হয়ে থাকবে। আমাদের গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। সবারই গরু রয়েছে। ভাটি বলাকী গ্রামসংলগ্ন চরে ঘাস খাইয়ে গরুগুলো লালন-পালন করে সবাই।’
শ্যামল জানান, গ্রাম ও চরের মধ্যে ছোট খাল রয়েছে। খাল পাড়ি দিয়ে চরে গিয়ে ঘাস খেয়ে প্রতিদিন বিকেলে গরুগুলো আবার গোয়ালে ফিরে আসে। আজ বিকেলে খাল পার হওয়ার সময় হঠাৎ জোয়ারের পানির তোড়ে এবং কচুরিপানার চাপে অর্ধশতাধিক গরু ভেসে যায়। এর মধ্যে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪১টি মৃত গরু উদ্ধার করা হয়েছে। এখনো ২০টির মতো গরু নিখোঁজ।
ভুক্তভোগী কৃষক মহসিন বলেন, ‘এমন ঘটনা জীবনেও ঘটে নাই। এমন কিছু ঘটতে পারে তা আমরা চিন্তাও করিনি। আমার চারটি গরু পানির তোড়ে ভেসে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি, পথের ফকির হয়ে গেছি।’
ঘটনার প্রত্যক্ষদর্শী নেয়ামুল হক বলেন, ‘দেখলাম কচুরিপানার চাপে ও জোয়ারের পানির তোড়ে একের পর এক গরু ভেসে যাচ্ছে। এ রকম অদ্ভুত ঘটনা কখনো দেখিনি আমরা।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করব।’
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রয়েছি। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা তাদের সাহায্য করব।’
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটি বলাকী গ্রামসংলগ্ন খালে জোয়ারের পানির তোড়ে ভেসে গেছে অর্ধশতাধিক গরু। পরে মরা গরু একের পর এক ভেসে উঠছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২৩ মে) বিকেল ৪টার দিকে হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামসংলগ খালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক কোটি টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কয়েকজন জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, কৃষক মহসিনের চারটি, নাহিদের তিন, ইয়ানূরের তিন, এমার দুই, মাসুমের এক, আবুল হোসেনের তিন, শাহজালালের তিন, কবির হোসেন খানের তিন, শরিফ হোসেনের তিন, তরিকুল ইসলামের দুটিসহ অর্ধশতাধিক গরু পানির তোড়ে ভেসে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শ্যামল খান বলেন, ‘আজকের দিনটি আমাদের গ্রামবাসীর জন্য দুঃখের দিন হয়ে থাকবে। আমাদের গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। সবারই গরু রয়েছে। ভাটি বলাকী গ্রামসংলগ্ন চরে ঘাস খাইয়ে গরুগুলো লালন-পালন করে সবাই।’
শ্যামল জানান, গ্রাম ও চরের মধ্যে ছোট খাল রয়েছে। খাল পাড়ি দিয়ে চরে গিয়ে ঘাস খেয়ে প্রতিদিন বিকেলে গরুগুলো আবার গোয়ালে ফিরে আসে। আজ বিকেলে খাল পার হওয়ার সময় হঠাৎ জোয়ারের পানির তোড়ে এবং কচুরিপানার চাপে অর্ধশতাধিক গরু ভেসে যায়। এর মধ্যে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪১টি মৃত গরু উদ্ধার করা হয়েছে। এখনো ২০টির মতো গরু নিখোঁজ।
ভুক্তভোগী কৃষক মহসিন বলেন, ‘এমন ঘটনা জীবনেও ঘটে নাই। এমন কিছু ঘটতে পারে তা আমরা চিন্তাও করিনি। আমার চারটি গরু পানির তোড়ে ভেসে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি, পথের ফকির হয়ে গেছি।’
ঘটনার প্রত্যক্ষদর্শী নেয়ামুল হক বলেন, ‘দেখলাম কচুরিপানার চাপে ও জোয়ারের পানির তোড়ে একের পর এক গরু ভেসে যাচ্ছে। এ রকম অদ্ভুত ঘটনা কখনো দেখিনি আমরা।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করব।’
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রয়েছি। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা তাদের সাহায্য করব।’
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় টিউশনি করতে গিয়ে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসেন। তিনি যে বাড়িতে টিউশনি করতেন, সেই বাড়ির সিঁড়িতেই তাঁর রক্তাক্ত লাশ পাওয়া গেছে। তবে খুনের ঘটনার সঙ্গে কারা জড়িত, এ বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি পুলিশ।
৫ মিনিট আগেআজ রোববার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকালে ছাত্রদলের নেতা-কর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতের দাবি জানান।
২৪ মিনিট আগেদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং দেশের স্থিতিশীলতা ও অর্থনীতিকে নড়বড়ে করার উদ্দেশ্যে সাজানো চক্রান্ত।
২৮ মিনিট আগেশিল্পপতি এ কে আজাদের গণসংযোগ চলাকালে শোডাউন করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় এ কে আজাদের দুটি গাড়ি ভাঙচুরসহ তাঁর ওপর হামলা করার চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২৯ মিনিট আগে