Ajker Patrika

গজারিয়ায় খালে পানির তোড়ে ভেসে গেল অর্ধশতাধিক গরু

গজারিয়া (প্রতিনিধি) মুন্সিগঞ্জ 
আপডেট : ২৩ মে ২০২৫, ২১: ২১
একের পর এক ভেসে উঠছে মরা গরু। ছবি: আজকের পত্রিকা
একের পর এক ভেসে উঠছে মরা গরু। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটি বলাকী গ্রামসংলগ্ন খালে জোয়ারের পানির তোড়ে ভেসে গেছে অর্ধশতাধিক গরু। পরে মরা গরু একের পর এক ভেসে উঠছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২৩ মে) বিকেল ৪টার দিকে হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামসংলগ খালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক কোটি টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কয়েকজন জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, কৃষক মহসিনের চারটি, নাহিদের তিন, ইয়ানূরের তিন, এমার দুই, মাসুমের এক, আবুল হোসেনের তিন, শাহজালালের তিন, কবির হোসেন খানের তিন, শরিফ হোসেনের তিন, তরিকুল ইসলামের দুটিসহ অর্ধশতাধিক গরু পানির তোড়ে ভেসে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শ্যামল খান বলেন, ‘আজকের দিনটি আমাদের গ্রামবাসীর জন্য দুঃখের দিন হয়ে থাকবে। আমাদের গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। সবারই গরু রয়েছে। ভাটি বলাকী গ্রামসংলগ্ন চরে ঘাস খাইয়ে গরুগুলো লালন-পালন করে সবাই।’

শ্যামল জানান, গ্রাম ও চরের মধ্যে ছোট খাল রয়েছে। খাল পাড়ি দিয়ে চরে গিয়ে ঘাস খেয়ে প্রতিদিন বিকেলে গরুগুলো আবার গোয়ালে ফিরে আসে। আজ বিকেলে খাল পার হওয়ার সময় হঠাৎ জোয়ারের পানির তোড়ে এবং কচুরিপানার চাপে অর্ধশতাধিক গরু ভেসে যায়। এর মধ্যে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪১টি মৃত গরু উদ্ধার করা হয়েছে। এখনো ২০টির মতো গরু নিখোঁজ।

ভুক্তভোগী কৃষক মহসিন বলেন, ‘এমন ঘটনা জীবনেও ঘটে নাই। এমন কিছু ঘটতে পারে তা আমরা চিন্তাও করিনি। আমার চারটি গরু পানির তোড়ে ভেসে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি, পথের ফকির হয়ে গেছি।’

ঘটনার প্রত্যক্ষদর্শী নেয়ামুল হক বলেন, ‘দেখলাম কচুরিপানার চাপে ও জোয়ারের পানির তোড়ে একের পর এক গরু ভেসে যাচ্ছে। এ রকম অদ্ভুত ঘটনা কখনো দেখিনি আমরা।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করব।’

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রয়েছি। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা তাদের সাহায্য করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

দেশে ফিরলেন আওয়ামী লীগ নেতা, বিমানবন্দরে গ্রেপ্তার

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

চিকিৎসকের ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত