Ajker Patrika

পাবনায় বিএনপির প্রচারপত্র বিলিতে যুবলীগের বাধা, পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুর

পাবনা প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১০: ২৩
Thumbnail image

রাজশাহীতে সমাবেশ ঘিরে পাবনায় বিএনপির লোকজন প্রচারপত্র বিলি করতে গিয়ে যুবলীগের বাধার মুখে পড়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর পাবনা সদরের হাজীরহাট এলাকায় প্রচারপত্র বিলি করার সময় তাঁদের বাধা দেওয়া হয়। এ সময় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিবলী সাদিক বলেন, ‘আমাদের দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রচারপত্র দেওয়ার চেষ্টার করলে আমরা বাধা দিয়েছি। এ সময় সামান্য বাগ্‌বিতণ্ডা হয়েছে।’

জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ‘আগামী ২৮ জুলাই বিএনপির রাজশাহীর সম্মেলন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রচারপত্র বিলি করতে শহরের আরিফপুর হাজীরহাট এলাকায় যায়। সেখানে প্রচারপত্র বিলি করার সময় যুবলীগের নেতা-কর্মীরা বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে।’ তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

পাবনায় বিএনপির প্রচারপত্র বিলিতে যুবলীগের বাধা। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে জানতে চাইলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রচারপত্র বিলি নিয়ে ঝামেলা হয়েছে। দ্বিতীয় দফায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় বলে শুনেছি। এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক সনি বিশ্বাসের ছোট ভাই পনি বিশ্বাসের গাড়ি ভাঙচুর করা হয়।’

মাসুদ আলম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত