রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
‘মানুষের কাছে টাকা নাই, আগের মতো ভিক্ষা দেয় না। আগে সারা দিনে আড়াই শ-তিন শ টাকা পাইতাম। এখন এক -দেড় শ টাকাই পাওয়া যায় না।’ কথাগুলো বলেন মজিদা বেওয়া (৬৫)। তিনি নওগাঁর রানীনগর উপজেলার চকাদিন গ্রামের মৃত ময়েজ শেখের মেয়ে।
উপজেলার আবারপুকুর বাজারের রাস্তার পাশে বসে ভিক্ষা করছিলেন মজিদা বেওয়া। এগিয়ে গিয়ে কুশলাদি জানতে চাইলে তিনি বলেন, ‘চাল কিনলে ডাল হয় না, ডাল কিনলে বাজার হয় না বাপো। সারা দিনে যে রোজগার হয় তা দিয়ে বাজারসদা করার পর ওষুধ কিনা এত আর কুলানা যাচ্ছে না।’ এসব কথা বলতে বলতে তাঁর দুচোখ দিয়ে পানি ঝরছিল।
মজিদা বেওয়া বলেন, রাজশাহীর পুঠিয়ায় সতিনের সঙ্গে বিয়ে হয়েছিল। কিছুদিন সংসার করার পর স্বামী-সতিনের সঙ্গে বনিবনা না হওয়ায় সাত মাসের সন্তান কোলে ৩৫ বছর আগে ছাড়াছাড়ি হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকেন। সন্তানের কথা ভেবে আর বিয়ে করেননি। ইচ্ছে ছিল সন্তানকে পড়ালেখা করিয়ে মানুষের মতো মানুষ করবেন। কিন্তু অর্থের অভাবে সন্তানকে পড়ালেখা বেশি করাতে পারেননি।
ছেলে বড় হয়েছে। বিয়ে করেছে। জীবিকার তাগিদে নওগাঁয় একটি খাবারের হোটেলে শ্রমিকের কাজ করেন। কিন্তু হোটেল থেকে যে মজুরি পান, তা দিয়ে স্ত্রী-সন্তানসহ চারজনের সংসার চলে না। ফলে বাধ্য হয়ে মজিদা বেওয়া দুই বছর ধরে ভিক্ষায় নামেন।
তিনি বলেন, ‘বাবার যা সম্পত্তি ছিল ভাইয়েরা লিখে নিয়েছে। তাই বাবার বাড়িতেও আরর জায়গা হয়নি। বাবা-মা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশী আলী হোসেনের বাড়িতে থাকি। দেড় বছর আগে ভিক্ষা করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় হাত-পা ভেঙে যায়। এখন কোনো রকমে চলাফেরা করি। সকাল হলেই পেটের দায়ে হাত-পায়ের ব্যথা নিয়েই ভিক্ষা করতে বের হই।’
মজিদা বেওয়া বলেন, ‘যেই টাকা পাই, তা দিয়া চাল কিনলে ডাল হয় না, ডাল কিনলে তেল, পেঁয়াজ, রসুন, আলুসহ অন্যান্য বাজার হয় না।’
তিনি আরও বলেন, ‘সরকারিভাবে নাকি ভিক্ষুকদের সাহায্য করে। কিন্তু আমাকে কেউ কিছু দেয়নি। কয়েক মাস আগে বয়স্ক ভাতার একটা কার্ড করে দিয়েছে। ওই টাকা দিয়ে ওষুধপত্র কিনতেই শেষ হয়ে যায়। এই বয়সে বাত-ব্যথা নিয়ে আর পারি না বাজান। তাই পেটের দায়ে বাধ্য হয়েই ঘর থেকে বের হতে হয়।’
রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হুসেইন বলেন, উপজেলায় অনেক ভিক্ষুককে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে আবারও একটি তালিকা করা হচ্ছে। তাঁকেও পুনর্বাসনের আওতায় আনা হবে।
‘মানুষের কাছে টাকা নাই, আগের মতো ভিক্ষা দেয় না। আগে সারা দিনে আড়াই শ-তিন শ টাকা পাইতাম। এখন এক -দেড় শ টাকাই পাওয়া যায় না।’ কথাগুলো বলেন মজিদা বেওয়া (৬৫)। তিনি নওগাঁর রানীনগর উপজেলার চকাদিন গ্রামের মৃত ময়েজ শেখের মেয়ে।
উপজেলার আবারপুকুর বাজারের রাস্তার পাশে বসে ভিক্ষা করছিলেন মজিদা বেওয়া। এগিয়ে গিয়ে কুশলাদি জানতে চাইলে তিনি বলেন, ‘চাল কিনলে ডাল হয় না, ডাল কিনলে বাজার হয় না বাপো। সারা দিনে যে রোজগার হয় তা দিয়ে বাজারসদা করার পর ওষুধ কিনা এত আর কুলানা যাচ্ছে না।’ এসব কথা বলতে বলতে তাঁর দুচোখ দিয়ে পানি ঝরছিল।
মজিদা বেওয়া বলেন, রাজশাহীর পুঠিয়ায় সতিনের সঙ্গে বিয়ে হয়েছিল। কিছুদিন সংসার করার পর স্বামী-সতিনের সঙ্গে বনিবনা না হওয়ায় সাত মাসের সন্তান কোলে ৩৫ বছর আগে ছাড়াছাড়ি হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকেন। সন্তানের কথা ভেবে আর বিয়ে করেননি। ইচ্ছে ছিল সন্তানকে পড়ালেখা করিয়ে মানুষের মতো মানুষ করবেন। কিন্তু অর্থের অভাবে সন্তানকে পড়ালেখা বেশি করাতে পারেননি।
ছেলে বড় হয়েছে। বিয়ে করেছে। জীবিকার তাগিদে নওগাঁয় একটি খাবারের হোটেলে শ্রমিকের কাজ করেন। কিন্তু হোটেল থেকে যে মজুরি পান, তা দিয়ে স্ত্রী-সন্তানসহ চারজনের সংসার চলে না। ফলে বাধ্য হয়ে মজিদা বেওয়া দুই বছর ধরে ভিক্ষায় নামেন।
তিনি বলেন, ‘বাবার যা সম্পত্তি ছিল ভাইয়েরা লিখে নিয়েছে। তাই বাবার বাড়িতেও আরর জায়গা হয়নি। বাবা-মা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশী আলী হোসেনের বাড়িতে থাকি। দেড় বছর আগে ভিক্ষা করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় হাত-পা ভেঙে যায়। এখন কোনো রকমে চলাফেরা করি। সকাল হলেই পেটের দায়ে হাত-পায়ের ব্যথা নিয়েই ভিক্ষা করতে বের হই।’
মজিদা বেওয়া বলেন, ‘যেই টাকা পাই, তা দিয়া চাল কিনলে ডাল হয় না, ডাল কিনলে তেল, পেঁয়াজ, রসুন, আলুসহ অন্যান্য বাজার হয় না।’
তিনি আরও বলেন, ‘সরকারিভাবে নাকি ভিক্ষুকদের সাহায্য করে। কিন্তু আমাকে কেউ কিছু দেয়নি। কয়েক মাস আগে বয়স্ক ভাতার একটা কার্ড করে দিয়েছে। ওই টাকা দিয়ে ওষুধপত্র কিনতেই শেষ হয়ে যায়। এই বয়সে বাত-ব্যথা নিয়ে আর পারি না বাজান। তাই পেটের দায়ে বাধ্য হয়েই ঘর থেকে বের হতে হয়।’
রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হুসেইন বলেন, উপজেলায় অনেক ভিক্ষুককে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে আবারও একটি তালিকা করা হচ্ছে। তাঁকেও পুনর্বাসনের আওতায় আনা হবে।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৬ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৬ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৬ ঘণ্টা আগে